Delhi AIIMS Fire: দিল্লি এইমস-এ ভয়াবহ আগুন! পৌঁছল দমকলের একের পর এক ইঞ্জিন, শুরু উদ্ধারকাজ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Delhi AIIMS Fire: দিল্লি AIIMS-এর এন্ডোস্কোপি রুমে হঠাৎ আগুন। সোমবার AIIMS-এর এন্ডোসকপি রুম দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন।
নয়াদিল্লি : দিল্লি AIIMS-এর এন্ডোস্কোপি রুমে হঠাৎ আগুন। সোমবার AIIMS-এর এন্ডোসকপি রুম দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। রোগী-সহ প্রত্যেককে জরুরি ভিত্তিতে বের করে আনা হয়।
#WATCH | Delhi: A fire broke out in the endoscopy room of AIIMS. All people evacuated.
More than 6 fire tenders sent, say Delhi Fire Service
Further details are awaited. pic.twitter.com/u8iomkvEpX
— ANI (@ANI) August 7, 2023
advertisement
AIIMS-এ আগুনের খবর পেতেই সেখানে হাজির হন দমকল বাহিনী। দমকলের পরপর ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আচমকা এত বড় হাসপাতাল ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত জানা খবর অনুযায়ী, হাসপাতালের জরুরি ওয়ার্ডের উপরে অবস্থিত এন্ডোস্কোপি রুমে আগুন লেগে যায় সোমবারের কাজের দিনের সকালে। সকাল ১১:৫৪ তে এইমসের জরুরি ওয়ার্ড থেকে আগুনের খবর আসে। তৎক্ষণাৎ আশেপাশের সমস্ত লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
advertisement
ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। ইতিমধ্যেই একাধিক রোগীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে রোগীদের আত্মীয়দের মধ্যেও। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতে থাকা এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী ভাবে ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
August 07, 2023 12:46 PM IST