Pegasus Controversy: পেগাসাস কিনতে কোনও লেনদেন হয়নি, বিতর্কের মধ্যেই সংসদে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের

Last Updated:

যে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে, সেই সফটওয়্যার বিক্রি করে ইজরায়েলি তথ্যপ্রযুক্তি সংস্থা এনএসও গ্রুপ৷

#দিল্লি: ইজরায়েলি সফটওয়্যার সংস্থা এনএসও গ্রুপের সঙ্গে কোনও লেনদেন হয়নি৷ পেগাসাস বিতর্কের মধ্যেই সংসদে বিবৃতি দিয়ে এমনই দাবি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷
যে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে, সেই সফটওয়্যার বিক্রি করে ইজরায়েলি তথ্যপ্রযুক্তি সংস্থা এনএসও গ্রুপ-ই৷ সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে পেগাসাস কাণ্ডে সরকারের বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে সংসদে কোনও বিবৃতি না দিলেও এ দিন বিষয়টি নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী এ দিন রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, 'এনএসও গ্রুপ টেকনোলজিস-এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের কোনও লেনদেন হয়নি৷' কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কেন্দ্রীয় সরকার এনএসও গ্রুপের সঙ্গে কোনওরকম লেনদেন করেছে কি না?
advertisement
এর আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে নস্যাৎ করে দিয়েছিলেন৷ সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি পাল্টা অভিযোগ করেছিলেন, সংসদে বাদল অধিবেশনের ঠিক আগে ফোনে আড়ি পাতার অভিযোগকে সামনে নিয়ে এসে আসলে ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দাবি ছিল, অনুমতি ছাড়া ভারতে কোনও ব্যক্তির ফোনে বেআইনি নজরদারি চালানো অসম্ভব৷ যদিও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি বিরোধীরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pegasus Controversy: পেগাসাস কিনতে কোনও লেনদেন হয়নি, বিতর্কের মধ্যেই সংসদে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement