মিথ্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী, নির্মলা সীতারমনকে ফের আক্রমণ রাহুল গান্ধির
Last Updated:
#নয়াদিল্লি: সংসদে ফের রাহুল-নির্মলা দ্বৈরথ ৷ HAL-কে ১ লক্ষ কোটির বরাত দিয়েছে কেন্দ্র, সংসদে সেই তথ্য পেশ করেছে প্রতিরক্ষামন্ত্রী ৷ কিন্তু, রাহুলের ফের দাবি, মিথ্যে বলেছেন নির্মলা সীতারমন ৷ বরাতের অর্থ বাড়িয়ে দেখিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷
রাহুল গান্ধির দাবি, এ দিনও মিথ্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ কারণ, পাইপলাইনে যে বরাতের কথা বলা হচ্ছে, তার অনেকগুলিই টেকনিক্যাল কমিটির বিচার্য ৷ সেগুলিকে কীভাবে বরাত বলছে মোদি সরকার ?
রাহুল গান্ধির অভিযোগ, মোদি সরকার আসলে চাইছে হ্যালকে দুর্বল করে দিতে ৷ যাতে এই সংস্থার কর্মীরা রাফালের বরাত পাওয়া, মোদি ঘনিষ্ঠ শিল্পপতির সংস্থায় কাজ করতে যেতে বাধ্য হন ৷
advertisement
advertisement
সম্প্রতি জানা গিয়েছে, হ্যালের মতো গুরুত্বপূর্ণ সংস্থা আর্থিক সঙ্কটে ধুঁকছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্মীদের বেতন দিতেও বাইরে থেকে টাকা ধার করতে হচ্ছে ৷ যা হ্যালের ইতিহাসে নজিরবিহীন ৷
এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আর একেই অস্ত্র করেছেন রাহুল গান্ধি ৷ নির্মলা সীতারমন এ দিন তথ্য পেশ করে জবাব দিয়েছেন ৷ নির্মলা সীতারমন দাবি করেন, ‘তিনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে হ্যালকে ২৬ হাজার ৫৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে । আরও ৭৩ হাজার কোটি টাকার বরাত পাইপলাইনে আছে । তথ্য দিয়ে প্রমাণ করলাম । এবার তা হলে কার পদত্যাগ করা উচিত ৷’
advertisement
কিন্তু, কংগ্রেসের দাবি, এই তথ্য আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। যে প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি, তাকেও পাইপলানে দেখিয়ে হ্যালকে দেওয়া বরাতের পরিমাণ এক লক্ষ কোটি টাকা দেখাচ্ছে মোদি সরকার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2019 7:33 PM IST