গ্রেফতার দীপ সিধু, পুলিশের জালে দিল্লিতে তাণ্ডবে অভিযুক্ত অভিনেতা

Last Updated:

লাল কেল্লায় আন্দোলনকারীদের পতাকাও দীপ সিধুই তুলেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি৷

#দিল্লি: ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষি আন্দোলনের নামে তাণ্ডবে অন্যতম অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল পুলিশ৷ এ দিনই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছেন এই অভিনেতা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবরে এমনই দাবি করা হয়েছে৷ লাল কেল্লায় আন্দোলনকারীদের পতাকাও দীপ সিধুই তুলেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি৷
জানা গিয়েছে, পঞ্জাবের জিরকপুর থেকে দীপ সিধুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল৷ তাঁর বিরুদ্ধে দাঙ্গা এবং ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে৷
কৃষক আন্দোলনের শুরু থেকেই সামনে আসছিল দীপ সিধুর নাম৷ তিনি খলিস্তানি আন্দোলনের সমর্থক বলেও অভিযোগ উঠেছিল৷ আবার নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর ছবি প্রকাশ্যে আসায় তিনি বিজেপি ঘনিষ্ঠ বলেও দাবি করে বিরোধীরা৷ দীপ সিধুকে তলব করে এনআইএ৷
advertisement
advertisement
গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর মিছিলের ডাক দেন কৃষকরা৷ কিন্তু সেই কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়৷ নির্দিষ্ট রুট ছেড়ে ট্র্যাক্টর ছেড়ে লালকেল্লার দিকে এগোতে থাকে শয়ে শয়ে বিক্ষোভকারী৷ পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ৷ একসময় লালকেল্লার দখল নিয়ে নেয় বিক্ষোভকারীরা৷ লালকেল্লায় আন্দোলনকারীদের নিজস্ব পতাকা তোলা হয়৷ দীপ সিধুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্ররোচিত করার অভিযোগ উঠেছিল৷ লালকেল্লায় পতাকা তোলার ঘটনাতেও সামনে আসে তাঁর নাম৷ এর পর থেকেই ফেরার ছিল দীপ সিধু৷ লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় দিল্লি পুলিশের দায়ের করা এফআইআর-এ অন্যতম অভিযুক্ত ছিলেন জনপ্রিয় এই গায়ক- অভিনেতা৷
advertisement
পুলিশের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক অভিনেত্রী এবং নিজের বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতেন দীপ সিধু৷ তাঁকে কৃষি আন্দোলন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাঠাতেন দীপ৷ সেগুলি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করতেন দীপের বান্ধবী৷
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতার দীপ সিধু, পুলিশের জালে দিল্লিতে তাণ্ডবে অভিযুক্ত অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement