প্লেটলেট কাউন্ট কমা মানেই মৃত্যু নয়, জেনে নিন জরুরি তথ্য...

Last Updated:

বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র ফ্ল্যাট বা অন্যান্য নির্মাণের জেরে নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে৷ ফলে বৃষ্টির জল নিকাশের ব্যবস্থা নেই৷ ফলে ডেঙ্গির মশার আঁতুড়ঘর তৈরি হচ্ছে ওই সব নর্দমায়৷

#নয়াদিল্লি: ডেঙ্গি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে দেশে৷ জুলাই মাসেই ১৮ হাজার ৭০০ মানুষ ডেঙ্গি আক্রান্তের খবর রয়েছে সরকারি হিসেবে৷ বেসরকারি হিসেবে তার চেয়ে বেশি বলেই আশঙ্কা৷ দেশের বিভিন্ন রাজ্যে বন্যা ও বৃষ্টি থামার পর দূষিত জলে ছড়াচ্ছে ডেঙ্গি৷ সঙ্গে দোসর একাধিক নর্দমা দীর্ঘদিন সাফাই না-হওয়া৷
বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র ফ্ল্যাট বা অন্যান্য নির্মাণের জেরে নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে৷ ফলে বৃষ্টির জল নিকাশের ব্যবস্থা নেই৷ ফলে ডেঙ্গির মশার আঁতুড়ঘর তৈরি হচ্ছে ওই সব নর্দমায়৷ ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ বায়োলজি-র রিসার্চের আশ্বাস, প্লেটলেট কাউন্ট কমা মানেই কিন্তু মৃত্যুর আশঙ্কা রয়েছে, এমন নয়৷ গোটা দেশে ডেঙ্গি আক্রান্ত ৩৬৯ জন শুধু জুলাইয়েই৷ জুলাইয়ে তামিলনাড়ুতে ৪ হাজার ১৭৪, কর্নাটকে ৪ হাজার ৪৭ জন, দিল্লিতে ১৪৪ জন ডেঙ্গি আক্রান্ত ছিলেন৷
advertisement
প্রসঙ্গত, পুরসভার উদ্যোগে ধোঁয়ায় কি কোনও কাজ হয় ডেঙ্গির মশা নিধনে? এ নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ এ ক্ষেত্রে মূল হল সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি৷ মশাবাহিত রোগের দাপট প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, বারবার বারণ করা সত্ত্বেও বহু মানুষ জল জমিয়ে রাখার অভ্যাস ছাড়তে পারছেন না। জমানো জল ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধির সহায়ক হচ্ছে। তাই মাইকে সচেতনতা প্রচারের মাত্রা দ্বিগুণ করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।
advertisement
advertisement
ডেঙ্গি হলে কী ভাবে বুঝবেন? সাধারণ ভাইরাল ফিভারের মতো ডেঙ্গি হলেও গা-হাত-পায়ে মারাত্মক ব্যথা করে। সঙ্গে মাথার যন্ত্রণাও হতে থাকে। ডেঙ্গি জ্বরে অনেকের গা-হাত-পায়ে মারাত্মক ব্যথা করতে থাকে। এই জন্যই ডেঙ্গি জ্বরের আর এক নাম ব্রেক বোন ফিভার। ডেঙ্গি জ্বরে শরীরে ব্যথা-বেদনার সঙ্গে সঙ্গে অনেকের চোখেও খুব ব্যথা করতে পারে। ডেঙ্গি জ্বরে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট দ্রুত কমে যেতে শুরু করে। ডেঙ্গি জ্বরে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে।
advertisement
তবে ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ বায়োলজি-র রিসার্চে কিছু ক্ষেত্রে ডেঙ্গি খতরনাক হওয়ারও একাধিক লক্ষণ বলা হয়েছে৷ বলা হচ্ছে, ডেঙ্গি আক্রান্ত কোনও ব্যক্তির যদি নাক ও মাড়ি থেকে রক্ত বেরোয়, বুঝতে হবে ডেঙ্গি তাঁর ক্ষেত্রে ভয়াবহ আকার নিয়েছে৷ তাই ডেঙ্গির লক্ষণ দেখা দিলে, অবিলম্বে চিকিত্‍সা করার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সা বিজ্ঞানীরা৷ একই সঙ্গে বাড়ির কোথাও জল জমতে দেবেন না৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্লেটলেট কাউন্ট কমা মানেই মৃত্যু নয়, জেনে নিন জরুরি তথ্য...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement