Uttar Pradesh News: জলে দুর্গন্ধ, পরীক্ষা করতে গিয়ে ট্যাঙ্কের ভিতরে কী মিলল? মেডিক্যাল কলেজের পড়ুয়া, কর্মীদের মাথায় হাত

Last Updated:

ওই ট্যাঙ্কের জলই হাসপাতালের ওপিডি এবং বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হত৷ এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দেওরিয়ার জেলাশাসককে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কমবেশি দশ দিন ধরে মেডিক্যাল কলেজের জলের ট্যাঙ্কের ভিতরে পড়ে ছিল পচাগলা মৃতদেহ৷ আর অজান্তে সেই ট্যাঙ্কেরই জল ব্যবহার করছিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়া থেকে শুরু করে কর্মচারীরা৷ শেষে ঘটনার কথা জানাজানি হওয়ার পরই সবার মাথায় হাত!
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়ার মহামঋষি দেবারাহা বাবা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ জানা গিয়েছে, জল থেকে দুর্গন্ধ পেয়ে জলের ট্যাঙ্ক পরীক্ষা করতে যান হাসপাতালের কর্মীরা৷ সেই পরীক্ষা করার সময়ই ছ তলার ছাদের উপরে সিমেন্টের জলের ট্যাঙ্কের ভিতরে পচাগলা দেহ উদ্ধার হয়৷ পরে পুলিশ এসে অজ্ঞাতপরিচয় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷
advertisement
জানা গিয়েছে, ওই ট্যাঙ্কের জলই হাসপাতালের ওপিডি এবং বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হত৷ এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দেওরিয়ার জেলাশাসককে৷ পাশাপাশি ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে৷
advertisement
তদন্তে নেমে জেলাশাসক মঙ্গলবার সকালে দেখেন, ওই জলের ট্যাঙ্কের ঢাকনা তালা দিয়ে রাখার কথা থাকলেও সেটি খোলা অবস্থায় রয়েছে৷ হাসপাতালে জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কারের আয়োজন করা হয়েছে৷ কীভাবে জলের ট্যাঙ্কের ভিতরে মৃতদেহ এল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: জলে দুর্গন্ধ, পরীক্ষা করতে গিয়ে ট্যাঙ্কের ভিতরে কী মিলল? মেডিক্যাল কলেজের পড়ুয়া, কর্মীদের মাথায় হাত
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement