Uttar Pradesh News: জলে দুর্গন্ধ, পরীক্ষা করতে গিয়ে ট্যাঙ্কের ভিতরে কী মিলল? মেডিক্যাল কলেজের পড়ুয়া, কর্মীদের মাথায় হাত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই ট্যাঙ্কের জলই হাসপাতালের ওপিডি এবং বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হত৷ এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দেওরিয়ার জেলাশাসককে৷
কমবেশি দশ দিন ধরে মেডিক্যাল কলেজের জলের ট্যাঙ্কের ভিতরে পড়ে ছিল পচাগলা মৃতদেহ৷ আর অজান্তে সেই ট্যাঙ্কেরই জল ব্যবহার করছিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়া থেকে শুরু করে কর্মচারীরা৷ শেষে ঘটনার কথা জানাজানি হওয়ার পরই সবার মাথায় হাত!
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়ার মহামঋষি দেবারাহা বাবা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ জানা গিয়েছে, জল থেকে দুর্গন্ধ পেয়ে জলের ট্যাঙ্ক পরীক্ষা করতে যান হাসপাতালের কর্মীরা৷ সেই পরীক্ষা করার সময়ই ছ তলার ছাদের উপরে সিমেন্টের জলের ট্যাঙ্কের ভিতরে পচাগলা দেহ উদ্ধার হয়৷ পরে পুলিশ এসে অজ্ঞাতপরিচয় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷
advertisement
জানা গিয়েছে, ওই ট্যাঙ্কের জলই হাসপাতালের ওপিডি এবং বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হত৷ এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দেওরিয়ার জেলাশাসককে৷ পাশাপাশি ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে৷
advertisement
তদন্তে নেমে জেলাশাসক মঙ্গলবার সকালে দেখেন, ওই জলের ট্যাঙ্কের ঢাকনা তালা দিয়ে রাখার কথা থাকলেও সেটি খোলা অবস্থায় রয়েছে৷ হাসপাতালে জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কারের আয়োজন করা হয়েছে৷ কীভাবে জলের ট্যাঙ্কের ভিতরে মৃতদেহ এল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 4:14 PM IST