অজিতের সিদ্ধান্তের সঙ্গে এনসিপির কোনও সম্পর্ক নেই, সিদ্ধান্ত সমর্থন নয়: শরদ পাওয়ার
Last Updated:
শরদ পওয়ারের পাশে রয়েছে শিবসেনা৷
#মুম্বই: অজিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ শরদ পওয়ার৷ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যে সরকার গঠন করেছেন এনসিপি নেতা ও শরদ পাওয়ারের ভাইপো অজিত, তাকে সমর্থন করেন না শরদ পাওয়ার৷ বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত তার বা তার দলের নয় বলে স্পষ্ট করেছেন এনসিপি প্রধান৷ এই সিদ্ধান্ত একান্তভাবেই অজিতের, জানিয়েছেন শরদ পাওয়ার৷ তিনি নিয়ে তিনি ট্যুইট করেছেন৷
Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP). We place on record that we do not support or endorse this decision of his.
— Sharad Pawar (@PawarSpeaks) November 23, 2019
advertisement
advertisement
শরদ পওয়ারের পাশে রয়েছে শিবসেনা৷ দলের পক্ষ থেকে সঞ্জয় রাউত জানান যে সরকার গঠনের বৈঠকে অজিত উপস্থিত ছিলেন৷ সেখানে চোখে চোখ রেখে কথা বলেননি অজিত৷ ক্ষমতা ও টাকার জোরে নতুন সরকার গঠন করেছে বিজেপি৷ এই সমর্থনে শরদ পওয়ারের যোগ নেই বলে উল্লেখ করেছেন সঞ্জয়৷ তিনি আরও জানান যে উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার কথা হয়েছে৷ শনিবার সকালে দু’বার উদ্ধব-পওয়ার কথা হয়েছে৷ মহারাষ্ট্রবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কথাও উল্লেখ করেছেন শিবসেনার মুখপাত্র৷ অজিত পওয়ারকে বিশ্বাসঘাতক বলে কাটাক্ষ করেছেন সঞ্জয়৷
advertisement
WATCH: Shiv Sena's Sanjay Raut addresses the media in Mumbai https://t.co/x25iBkbDnP — ANI (@ANI) November 23, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2019 10:39 AM IST