• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

 • Share this:

  #নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে ক্যাশলেস অর্থনীতিতেই জোর দিচ্ছে কেন্দ্র ৷ কড়কড়ে একশো-পাঁচশো- দু’হাজারের নোটের তাড়ার বদলে এখন ভরসা প্লাস্টিক মানি অর্থাৎ ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ড ৷ ই-ওয়ালেটের সামনে এখন চামড়ার স্টাইলিশ পার্স, মানিব্যাগ গুরুত্ব হারাচ্ছে ৷ কিন্তু খুব তাড়াতাড়িই এই বাতিলের খাতায় নাম লেখাতে চলেছে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডও ৷ এমনটাই দাবি করছেন, আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত ৷

  ক্যাশলেস অর্থনীতিতে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডই মূল লেনদেনের মাধ্যম ৷ কিন্তু এবার এটাও বাতিল হল লেনদেন হবে কীভাবে? নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত জানাচ্ছেন, আর মাত্র কয়েক বছর তার মধ্যেই অবলুপ্তির পথে হাঁটবে এই প্লাষ্টিক মানি ৷ ভবিষ্যতে পেমেন্ট করতে দরকার শুধু মোবাইল ফোন ৷

  File photo of NITI Aayog CEO Amitabh Kant (CNN-News18) File photo of NITI Aayog CEO Amitabh Kant (CNN-News18)

  নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্তের মতে, ২০২০ সালের মধ্যে ক্যাশলেস অর্থনীতি পরিচালিত হবে ব্যাঙ্কিং অ্যাপস ও মোবাইল ফোনের মাধ্যমে ৷ এই দাবীর পিছনে নীতি আয়োগ কমিটির কর্তার যুক্তি, ভারতের ৭২ শতাংশ নাগরিকের বয়স এই মুহূর্তে ৩২-এর নীচে ৷ গ্যাজেট প্রিয় ও প্রযুক্তি নির্ভর এই প্রজন্ম নগদ কাছে রাখার থেকে ডিজিট্যাল লেনদেনকেই বেশি আকর্ষণীয় মনে করে ৷

  অমিতাভ কান্ত আরও বলেন, ভারতই একমাত্র দেশ যেখানে একশো কোটিরও বেশি বায়োমেট্রিক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রতি জন পিছু একটি করে মোবাইল ফোন আছে ৷ এমনকি ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতিতেও টাকা লেনদেনের ব্যাপারটি জনপ্রিয় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নীতি আয়োগ কমিটির CEO ৷

  First published: