৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

Last Updated:

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে ক্যাশলেস অর্থনীতিতেই জোর দিচ্ছে কেন্দ্র ৷ কড়কড়ে একশো-পাঁচশো- দু’হাজারের নোটের তাড়ার বদলে এখন ভরসা প্লাস্টিক মানি অর্থাৎ ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ড ৷ ই-ওয়ালেটের সামনে এখন চামড়ার স্টাইলিশ পার্স, মানিব্যাগ গুরুত্ব হারাচ্ছে ৷ কিন্তু খুব তাড়াতাড়িই এই বাতিলের খাতায় নাম লেখাতে চলেছে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডও ৷ এমনটাই দাবি করছেন, আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত ৷
ক্যাশলেস অর্থনীতিতে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডই মূল লেনদেনের মাধ্যম ৷ কিন্তু এবার এটাও বাতিল হল লেনদেন হবে কীভাবে? নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত জানাচ্ছেন, আর মাত্র কয়েক বছর তার মধ্যেই অবলুপ্তির পথে হাঁটবে এই প্লাষ্টিক মানি ৷ ভবিষ্যতে পেমেন্ট করতে দরকার শুধু মোবাইল ফোন ৷
File photo of NITI Aayog CEO Amitabh Kant (CNN-News18) File photo of NITI Aayog CEO Amitabh Kant (CNN-News18)
advertisement
advertisement
নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্তের মতে, ২০২০ সালের মধ্যে ক্যাশলেস অর্থনীতি পরিচালিত হবে ব্যাঙ্কিং অ্যাপস ও মোবাইল ফোনের মাধ্যমে ৷ এই দাবীর পিছনে নীতি আয়োগ কমিটির কর্তার যুক্তি, ভারতের ৭২ শতাংশ নাগরিকের বয়স এই মুহূর্তে ৩২-এর নীচে ৷ গ্যাজেট প্রিয় ও প্রযুক্তি নির্ভর এই প্রজন্ম নগদ কাছে রাখার থেকে ডিজিট্যাল লেনদেনকেই বেশি আকর্ষণীয় মনে করে ৷
advertisement
অমিতাভ কান্ত আরও বলেন, ভারতই একমাত্র দেশ যেখানে একশো কোটিরও বেশি বায়োমেট্রিক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রতি জন পিছু একটি করে মোবাইল ফোন আছে ৷ এমনকি ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতিতেও টাকা লেনদেনের ব্যাপারটি জনপ্রিয় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নীতি আয়োগ কমিটির CEO ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement