দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮ হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে গুরু তেজ বাহাদুর হাসপাতালে।
#নয়া দিল্লি: দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮ হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে গুরু তেজ বাহাদুর হাসপাতালে। আর নতুন করে দিল্লি পুলিশ হিংসার ঘটনার তদন্ত করতে দুটি সিট বা বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে৷ যাঁরা দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা করবেন বলে খবর৷
২০০ জন এখনও চিকিৎসাধীন। ২ জন লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, বুধবার হিংসা কবলিত এলাকায় যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ আর সেখানে প্রথমে বেশ কয়েক স্তরে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, ‘মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে৷ পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যাঁদের স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে তাঁদের পরিবারকে৷ যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের দেওয়া হবে দু’লক্ষ টাকা করে৷ সামান্য আহত হয়েছেন যাঁরা, তাঁদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে৷ এছাড়া, যাদের বাড়ি একেবারে পুড়ে গিয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল৷ যাদের দোকান লুঠ করা হয়েছে, তাঁদেরকে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷
advertisement
ওদিকে. শেষ পর্যন্ত আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল দিল্লি পুলিশ৷ আপ কাউন্সিলরের বিরুদ্ধে আজ সকাল থেকেই অভিযোগ উঠেছিল, তাঁর সঙ্গী সাথীরা খুন করেছে আর হিংসায় মদত দিয়েছে৷ ঘুরিয়ে সেই অভিযোগকেই স্বীকৃতি দিল দিল্লি পুলিশ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 9:30 PM IST