আরও বাড়ল মৃতের সংখ্যা, অসমে বিষমদ কাণ্ডে মৃত ৮৫
Last Updated:
#গুয়াহাটি: অসমে হুচ বিষমদ কান্ডে মৃতের সংখ্যা আরও বাড়ল । এখনও পর্যন্ত বিষক্রিয়ার কারণে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে । গোলাঘাট ও যোরহাটে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে|
#Assam: Death toll due to consumption of spurious liquor in Assam's Golaghat & Jorhat districts has gone up to 69; DSP Golaghat (Pic 4) says, "Excise department has started an investigation."; Visuals from Golaghat pic.twitter.com/iIOSWc560Y
— ANI (@ANI) February 23, 2019
advertisement
advertisement
ঘটনা নিয়ে সরব হয়েছেন যোরহাটের সাংসদ ও টি ট্রাইব সম্প্রদায়ের প্রতিনিধি কামাখ্যা প্রসাদ তাসা । তিনি জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত দূর্ভাগ্যজনক ও অসমের চা শিল্পে এই ঘটনা বেদনাদায়ক । তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পবন সিং ঘটনার জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন । তিনি জানিয়েছেন চা বাগানে বেআইনী মাদক দ্রব্য সরবরাহ নিয়ে সরকার সঠিক পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার ।
advertisement
গতকালই,সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে ৷ এরা প্রত্যেকেই সালমারা চা বাগানের কর্মী ছিলেন ৷ প্রতি গ্লাস ১০ টাকা কিংবা ২০ টাকা দরে বিক্রি করা হত ৷
জুগিবাড়ি এলাকার চোলাই মদ কারবারীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তে জানা গিয়েছে, জুগিবাড়িতেই তৈরি হত বিষমদ ৷ অভিযুক্তদের নাম ইন্দুকল্পা বরদোলই এবং দেবা বোড়া ৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা ৷ সেটিও তদন্ত করে দেখছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2019 12:36 PM IST