টিসিএস কর্মীর ধর্ষণ ও খুন মামলায় ফাঁসির আদেশ মুম্বই আদালতের

Last Updated:

অবশেষে মিলল ইনসাফ ৷ টিসিএস কর্মী এস্থার আনুহিয়াকে ধর্ষণ করে খুনের কণ্ডে ধৃত চন্দ্রভান সানাপকে শুক্রবার ফাঁসির আদেশ দিল মুম্বই আদালত ৷

#মুম্বই:  অবশেষে মিলল ইনসাফ ৷ টিসিএস কর্মী এস্থার আনুহিয়াকে ধর্ষণ করে খুনের কণ্ডে ধৃত চন্দ্রভান সানাপকে শুক্রবার ফাঁসির আদেশ দিল মুম্বই আদালত ৷
ঠিক কী ঘটেছিল ওইদিন ?  ২০১৪-র জানুয়ারি মাস ৷ বড়দিনের ছুটি কাটিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বই ফিরছিলেন টিসিএস কর্মী এস্থার। মুম্বইয়ে রেল স্টেশনে নামেন তিনি। কিন্তু শীতের কুয়াশা মাখা ভোরে ট্যাক্সি পাচ্ছিলেন না তিনি। চালকের পরিচয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সানাপ। কিন্তু তাকে ভরসা করাটাই কাল হয়েছিল এস্থারের। মাঝ রাস্তাতেই ঘটে বিপদ। ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে, মাথা থেঁতলে খুন করে চম্পট দেয় চন্দ্রভান ।
advertisement
মুম্বইয়ের রেল স্টেশনেই তরুণীর সঙ্গে নিজের থেকেই পরিচয় করে সানাপ। নিজেকে প্রথমে ট্যাক্সি চালকের পরিচয় দিয়েছিল। কিন্তু স্টেশনের বাইরে কোনও ট্যাক্সি ছিল না। পেট্রোল শেষ হয়ে যাওয়ায় কিছু দূরে ট্যাক্সি রাখা রয়েছে এই বলে সে এস্থারকে নিজের বাইকে চাপায়। কিছু দূর যাওয়ার পর ফাঁকা রাস্তা দেখে তরুণীকে টানতে টানতে পাশের ঝোপের মধ্যে নিয়ে যায়। তাঁকে ধর্ষণ করে। পরে পাথর দিয়ে মাথা থেঁতলে থেঁতলে খুন করে। শুকনো ডালপালা দিয়ে তাঁর দেহে আগুন লাগিয়ে ব্যাগ নিয়ে চম্পট দেয়। পরে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সানাপকে সনাক্ত করে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টিসিএস কর্মীর ধর্ষণ ও খুন মামলায় ফাঁসির আদেশ মুম্বই আদালতের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement