রেলের গাফিলতিতেই মৃত্যুমিছিল, নয়াদিল্লি স্টেশনের ঘটনায় মোদি-অশ্বিনীকেই নিশানা রাহুলদের

Last Updated:

New Delhi Railway Station Stampede: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, আহতদের ক্ষতিপূরণ ঘোষণা। প্রধানমন্ত্রী শোকপ্রকাশ, রাহুল গান্ধীর তীব্র সমালোচনা। রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।

নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।
নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।
নয়া দিল্লি: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী আক্রমণ শানিয়ে বলেন,”এই ঘটনা আবারও রেল ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাকে সামনে নিয়ে এল।” তিনি আরও বলেন,”প্রয়াগরাজগামী বিপুল সংখ্যক ভক্তের কথা বিবেচনা করে স্টেশনে আরও ভাল ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হল।”
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে হাজার হাজার যাত্রী একসঙ্গে ট্রেন ধরতে জড়ো হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই ঘটে বিপর্যয়। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। এর পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেবে রেল। পদপিষ্টের ঘটনায় গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে এবং তুলনায় কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
advertisement
মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কংগ্রেসের দাবি, “সরকার ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আর কোনও নিরীহ যাত্রীর মৃত্যু না হয়।” রাহুল গান্ধী আরও বলেন, “রেলমন্ত্রীকে এই ঘটনার সম্পূর্ণ দায় নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
advertisement
বিরোধীদের অভিযোগ, “একদিকে সরকার বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ। এই ঘটনাই প্রমাণ করে, বর্তমান সরকারের কাছে জনসাধারণের জীবন কোনও গুরুত্বই রাখে না।” ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তবে এই ভয়াবহ দুর্ঘটনা প্রশাসনিক অব্যবস্থাপনার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের গাফিলতিতেই মৃত্যুমিছিল, নয়াদিল্লি স্টেশনের ঘটনায় মোদি-অশ্বিনীকেই নিশানা রাহুলদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement