তুরস্কে বিস্ফোরণ, নিহত ১০, আহত কমপক্ষে ৩৯ জন
Last Updated:
ইন্দোনেশিয়ার পাশাপাশি বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের দিয়ারবাকিরের সিনার অঞ্চল ৷ তথ্য অনুযায়ী, সিনারের পুলিশ কমপ্লেক্সেই বিস্ফোরণ ঘটে ৷ এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫ ৷ আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন ৷
#তুরস্ক: ইন্দোনেশিয়ার পাশাপাশি বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের দিয়ারবাকিরের সিনার অঞ্চল ৷ তথ্য অনুযায়ী, সিনারের পুলিশ কমপ্লেক্সেই বিস্ফোরণ ঘটে ৷ এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০ ৷ আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন ৷
বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার পাশাপাশি কেঁপে উঠল তুরস্কের দিয়ারবাকিরের সিনার পুলিশ কমপ্লেক্স ৷ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০ ও আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন ৷ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে জঙ্গিরা হঠাৎই রকেট বোমা ছুঁড়তে থাকে সিনার পুলিশ কমপ্লেক্সে ৷ তারপরই ভয়াবহ বিস্ফোরণের কবলে পড়ে সিনারের পুলিশ কমপ্লেক্স ৷ তুরস্ক সরকারের মতে, এই হামলার পিছনে কুর্দিস জঙ্গিদের হাত রয়েছে বলে অনুমান করছেন৷ যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায়ী স্বীকার করেনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2016 1:00 PM IST