বিমানের টয়লেট থেকে মিলল সদ্যজাতর মৃতদেহ

Representational Image

Representational Image

এয়ার এশিয়ার বিমান থেকে মিলল সদ্যদাতর মৃতদেহ ৷ দিল্লি থেকে গুয়াহাটি হয়ে ইম্ফল যাচ্ছিল বিমানটি ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: এয়ার এশিয়ার বিমান থেকে মিলল সদ্যদাতর মৃতদেহ ৷ দিল্লি থেকে গুয়াহাটি হয়ে ইম্ফল যাচ্ছিল বিমানটি ৷ পুলিশের অনুমান, শিশুটির জন্ম বিমানের বাথরুমেই হয়েছে ৷ মৃত শিশুটির মুখে টয়লেট পেপার ঢোকানো ছিল ৷

    আরও পড়ুন: ফের আদালতে অস্বস্তি এসএসসি-র, বদলি সংক্রান্ত আইনে স্থগিতাদেশ

    পুলিশ সূত্রে খবর, সদ্যজাতকে জন্ম দেওয়া মেয়েটি ইম্ফলের এবং নাবালিকা ৷ বাথরুমেই প্রসব হয়। ঘটনার তদন্ত শুরু করে মামলা রুজু করেছে পুলিশ ৷ শিশুটি মৃত জন্মেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

    আরও পড়ুন: রূপশ্রী প্রকল্পে ব্যাপক সাড়া, ৩ মাসে ৭০ হাজার আবেদনপত্র জমা

    First published:

    Tags: AirAsia, Deadbody Of Newborn