ভেজ বিরিয়ানিতে টিকটিকি ! অসুস্থ যাত্রী
Last Updated:
ভেজ বিরিয়ানি রইল না ভেজ! সৌজন্যে ভারতীয় রেল ৷ পূর্বা এক্সপ্রেসে ভেজ বিরিয়ানিতে টিকটিকি ৷
#কলকাতা: ভেজ বিরিয়ানি রইল না ভেজ! সৌজন্যে ভারতীয় রেল ৷ পূর্বা এক্সপ্রেসে ভেজ বিরিয়ানিতে টিকটিকি ৷ এই ট্রেনে খাবারের দায়িত্বে রেল নিযুক্ত ঠিকাদারি সংস্থা ৷ অভিযুক্ত সংস্থাকে সরাতে চলেছে রেল ৷ রিপোর্ট জমা দিচ্ছেন দানাপুরের DRM ৷
কয়েকদিন আগেই ক্যাগের রিপোর্টে চাঞ্চল্য ছড়ায় ৷ রেলে যে খাবার যাত্রীদের দেওয়া হয় তা খাবারের যোগ্য নয় ৷ এমটাই জানানো হয় CAG-এর রিপোর্টে ৷ এরপর খাবার নিয়ে নড়েচড়ে বসে রেল ৷ কিন্তু তাতে যে খুব একটা বদল হয়নি তা এই ঘটনা থেকেই পরিষ্কার ৷ এদিন পূর্বা এক্সপ্রেসের খাবারে মিলল মরা টিকটিকি ৷
advertisement
তীর্থযাত্রীদের একটি দল ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলেন ৷ পটনা স্টেশনের কাছে ভেজ বিরিয়ানি অডার্র দেওয়া হয় ৷ খেতে গিয়ে দেখেন বিরিয়ানিতে রয়েছে মরা টিকটিকি ৷ প্রথমে প্যাকেট খুললে টিকটিকি চোখে পড়েনি ৷ সেই খাবার থেকে এক ব্যক্তি অল্প একটু খাবার খেয়েছে ৷ এরপর সেই অসুস্থ হয়ে পড়ে ৷
advertisement
রেলের স্টাফকে এই বিষয়ে জানানো হলে তারা খাবারটি জানলা দিয়ে বাইরে ফেলে দেয় ৷ এরপর টিটিই বা প্যান্ট্রিতে অভিযোগ জানালেও তারা বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় অবশেষে রেলমন্ত্রী সুরেশ প্রভুকে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা ৷
advertisement
তাতেই তৎক্ষণাৎ কাজ হয়। মুঘলসরাই স্টেশনে ট্রেন পৌঁছতেই শীর্ষ আধিকারিকরা ট্রেনে এসে অসুস্থ ব্যক্তিকে ওষুধ দিয়ে যান ৷
রেলের আধিকারিক কিশোর কুমার জানান জানিয়েছেন, ওই ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত ছিলাম ৷ ট্রেন স্টেশনে পৌছনোর আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ব্যবস্থা করে রাখা হয়েছিল ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷ এই নিয়ে রেল মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করা হবে ৷
advertisement
সম্প্রতি রেল ও CAG-র জয়েন্ট টিম ৭৪টি স্টেশন ও ৮০টি ট্রেনে পরিদর্শন করেছে ৷ সেই সময় দেখা গিয়েছে, খাবার বানানো ও পরিবেশন করার সময় পরিষ্কার পরিছন্নতার দিকে একদম নজর দেওয়া হয় না ৷ খাবার বানানোর জন্য দূষিত জল ব্যবহার করা হয়ে থাকে ৷ ডাস্টবিন ও কাবার্ড পরিষ্কার রাখা হয় না ৷ মাকড়সা, আরশোলা, বিভিন্ন রকমের পোকা মাকড় থেকে খাবার সুরক্ষিত রাখারও কোনও ব্যবস্থআ নেওয়া হয় না ৷ এর জেরে যাত্রীদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
Chandauli (UP): Lizard found in food served to a passenger on-board Poorva Express; passenger had complained to Railway Minister on Twitter pic.twitter.com/J7jv4s25j7
— ANI UP (@ANINewsUP) July 26, 2017
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2017 1:44 PM IST