ভেজ বিরিয়ানিতে টিকটিকি ! অসুস্থ যাত্রী

Last Updated:

ভেজ বিরিয়ানি রইল না ভেজ! সৌজন্যে ভারতীয় রেল ৷ পূর্বা এক্সপ্রেসে ভেজ বিরিয়ানিতে টিকটিকি ৷

#কলকাতা: ভেজ বিরিয়ানি রইল না ভেজ! সৌজন্যে ভারতীয় রেল ৷ পূর্বা এক্সপ্রেসে ভেজ বিরিয়ানিতে টিকটিকি ৷ এই ট্রেনে খাবারের দায়িত্বে রেল নিযুক্ত ঠিকাদারি সংস্থা ৷ অভিযুক্ত সংস্থাকে সরাতে চলেছে রেল ৷ রিপোর্ট জমা দিচ্ছেন দানাপুরের DRM ৷
কয়েকদিন আগেই ক্যাগের রিপোর্টে চাঞ্চল্য ছড়ায় ৷ রেলে যে খাবার যাত্রীদের দেওয়া হয় তা খাবারের যোগ্য নয় ৷ এমটাই জানানো হয় CAG-এর রিপোর্টে ৷ এরপর খাবার নিয়ে নড়েচড়ে বসে রেল ৷ কিন্তু তাতে যে খুব একটা বদল হয়নি তা এই ঘটনা থেকেই পরিষ্কার ৷ এদিন পূর্বা এক্সপ্রেসের খাবারে মিলল মরা টিকটিকি ৷
advertisement
তীর্থযাত্রীদের একটি দল ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলেন ৷ পটনা স্টেশনের কাছে ভেজ বিরিয়ানি অডার্র দেওয়া হয় ৷ খেতে গিয়ে দেখেন বিরিয়ানিতে রয়েছে মরা টিকটিকি ৷ প্রথমে প্যাকেট খুললে টিকটিকি চোখে পড়েনি ৷ সেই খাবার থেকে এক ব্যক্তি অল্প একটু খাবার খেয়েছে ৷ এরপর সেই অসুস্থ হয়ে পড়ে ৷
advertisement
রেলের স্টাফকে এই বিষয়ে জানানো হলে তারা খাবারটি জানলা দিয়ে বাইরে ফেলে দেয় ৷ এরপর টিটিই বা প্যান্ট্রিতে অভিযোগ জানালেও তারা বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় অবশেষে রেলমন্ত্রী সুরেশ প্রভুকে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা ৷
advertisement
তাতেই তৎক্ষণাৎ কাজ হয়। মুঘলসরাই স্টেশনে ট্রেন পৌঁছতেই শীর্ষ আধিকারিকরা ট্রেনে এসে অসুস্থ ব্যক্তিকে ওষুধ দিয়ে যান ৷
রেলের আধিকারিক কিশোর কুমার জানান জানিয়েছেন, ওই ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত ছিলাম ৷ ট্রেন স্টেশনে পৌছনোর আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ব্যবস্থা করে রাখা হয়েছিল ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷ এই নিয়ে রেল মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করা হবে ৷
advertisement
সম্প্রতি রেল ও CAG-র জয়েন্ট টিম ৭৪টি স্টেশন ও ৮০টি ট্রেনে পরিদর্শন করেছে ৷ সেই সময় দেখা গিয়েছে, খাবার বানানো ও পরিবেশন করার সময় পরিষ্কার পরিছন্নতার দিকে একদম নজর দেওয়া হয় না ৷ খাবার বানানোর জন্য দূষিত জল ব্যবহার করা হয়ে থাকে ৷ ডাস্টবিন ও কাবার্ড পরিষ্কার রাখা হয় না ৷ মাকড়সা, আরশোলা, বিভিন্ন রকমের পোকা মাকড় থেকে খাবার সুরক্ষিত রাখারও কোনও ব্যবস্থআ নেওয়া হয় না ৷ এর জেরে যাত্রীদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভেজ বিরিয়ানিতে টিকটিকি ! অসুস্থ যাত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement