Jagdip Dhankhar: ধনখড়ের ‘গান্ধিগিরি’, বিতর্কের মাঝেই জন্মদিনে তৃণমূল সাংসদকে ফোন, নৈশভোজেও নিমন্ত্রণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শীতকালীন অধিবেশনে কক্ষের বাইরে ‘মক পার্লামেন্ট’ করছিলেন সাসপেন্ডেড বিরোধী সাংসদেরা৷ সেখানেই রাজ্যসভার চেয়ারপার্সনের ‘নকল’ করে বিতর্ক বাঁধিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সেই ভিডিও শ্যুট করেছিলেন স্বয়ং রাহুল গান্ধি৷
নয়াদিল্লি: এই তো গত মাসের কথা৷ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গান্ধিমূর্তির মক পার্লামেন্ট চলাকালীন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ‘নকল’ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ এবার সেই তৃণমূল সাংসদেরই জন্মদিনে ফোন করে তাঁকে ‘শুভ জন্মদিন’জানালেন ধনখড়৷ পাশাপাশি, সাংসদকে সপরিবার নিজের ভবনে নৈশভোজে আমন্ত্রণও জানালেন তিনি৷
উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধরনখড় যে তাঁকে ফোন করেছিলেন, তা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কল্যাণ মুখোপাধ্যায়৷ পোস্টে তিনি লিখেছেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সম্মানীয় উপ রাষ্ট্রপতিকে ধন্যবাদ৷ আমি আপ্লুত, যে উনি নিজে আমায় ফোন করেছিলেন৷ আমার স্ত্রী ও আমার গোটা পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলেছেন, আশীর্বাদ করেছেন৷ আমার স্ত্রী ও আমাকে তাঁর দিল্লির বাড়িতে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন তিনি৷’
advertisement
আরও পড়ুন: হাজার হাজার টাকায় ‘রক্ত বিক্রি’ আর নয়! নেওয়া যাবে না বাড়তি টাকা, আগে জানুন নয়া নিয়ম
শীতকালীন অধিবেশনে কক্ষের বাইরে ‘মক পার্লামেন্ট’ করছিলেন সাসপেন্ডেড বিরোধী সাংসদেরা৷ সেখানেই রাজ্যসভার চেয়ারপার্সনের ‘নকল’ করে বিতর্ক বাঁধিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সেই ভিডিও শ্যুট করেছিলেন স্বয়ং রাহুল গান্ধি৷
advertisement
বিষয়টি নিয়ে পরে চূড়ান্ত সমালোচনা করেন বিজেপি সাংসদেরা৷ সেই সময় অবশ্য এই ‘নকল’ করার বিষয়টিকে ‘আর্ট ফর্ম’ বলেছিলেন কল্যাণ৷ স্পষ্ট জানিয়েছিলেন, এই কাজ করার তাঁর ‘মৌলিক অধিকার’ রয়েছে৷
advertisement
তবে বিষয়টিতে খুব একটা সন্তুষ্ট হননি ধনখড়৷ জানিয়েছিলেন, ‘সমস্ত অপমান সত্ত্বেও নিজের কর্মপথে অবিচল থাকা উচিত৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
January 04, 2024 4:49 PM IST