পাকিস্তানেই রয়েছেন দাউদ ইব্রাহিম, সরাসরি ফোনে একথা জানালেন মোস্ট ওয়ান্টেড ডন

Last Updated:

অবশেষে ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের হদিশ পাওয়া গেল ৷

#নয়াদিল্লি: অবশেষে ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের হদিশ পাওয়া গেল ৷ CNNNews18-এর কাছে এসেছে দাউদ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷ সমস্ত তথ্য অন্য কারোর কাছ থেকে নয় বরং দাউদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার মাধ্যমে জানতে পারা গিয়েছে ৷
১৯৯৩ মুম্বই বিস্ফোরণ হামলার মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম ৷ যে বিস্ফোরণ কেড়ে নেয় ২৫৭টি প্রাণ। গত ২৩ বছরে দাউদকে ধরা প্রচুর চেষ্টা করা স্বত্ত্বেও কুখ্যাত এই ডনকে ধরতে সফল হয়নি ভারত ৷
পাকিস্তান কখনও দাউদের কথা স্বীকার করেনি ৷ কিন্তু এরপর পাকিস্তানের সমস্ত দাবি যে দাউদের সেখানে নেই তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কারণ ফোনে কথা বলার সময় দাউদ নিজে স্বীকার করেছেন যে তিনি করাচিতে রয়েছেন ৷
advertisement
advertisement
শুধু তাই নয় ৷ বেশ কয়েকদিন আগে জানা যায় যে দাউদ অত্যন্ত অসুস্থ ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ এপ্রিল মাসের ২২ তারিখ তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার হয় ৷ তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড ডন ৷ বেতাজ এই বাদশার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে ৷ তবে দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল জানিয়েছেন এইখবরটি সম্পূর্ণ ভুয়ো, দাউদ সুস্থ রয়েছেন ৷ তিনি জানিয়েছেন, ‘ভুয়ো খবর খবর রটানো হচ্ছে ৷ দাউদ সুস্থ আছে ৷’
advertisement
এরপর অনেক চেষ্টার পর সিএনএন নিউজ ১৮-এর মনোজ গুপ্তা দাউদের সঙ্গে মে মাসে কথা বলেন ৷ অডিও পরীক্ষা করে জানা যায় ফোনের উল্টো দিকে যে আওয়াজ শোনা গিয়েছে তা দাউদের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানেই রয়েছেন দাউদ ইব্রাহিম, সরাসরি ফোনে একথা জানালেন মোস্ট ওয়ান্টেড ডন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement