১ কোটি ১০ লাখে নিলামে বিক্রি দাউদ ইব্রাহিমের রত্নগিরির পারিবারিক সম্পত্তি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এর মধ্যে একটি বন্ধ পেট্রোল পাম্প রয়েছে। যেটি দাউদের বোন হাসিনা পারকারের নামে ছিল।
#মুম্বই: মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তাঁর প্রয়াত সাগরেদ ইকবাল মিরচির অবিক্রিত সম্পত্তিগুলি বিক্রি করার জন্য ফের নিলাম ডাকা হয়েছে। ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অ্যাক্ট (এসএএফইএমএ)’ অনুযায়ী ওই অবিক্রিত সম্পত্তিগুলির ফের নিলাম ডাকার কথার ছিল ১ এবং ২ ডিসেম্বর। সেই মতো আজ নিলাম ডাকা হয়। এবং পলাতক দাউদের পরিবারের রত্নগিরি জেলার লোতে গ্রামের সম্পত্তি নিলাম হয়। যার দাম উঠেছে ১ কোটি ১০ লক্ষ টাকা।
দাউদের অবিক্রিত ৭টি সম্পত্তির মধ্যে সম্প্রতি ৬টি সম্পত্তি নিলামে বিক্রি করা হয়। কিন্তু কয়েকটি কারণে দাউদের একটি সম্পত্তি সেই সময় নিলামে বিক্রি করা সম্ভব হয়নি। দাউদের এই অবিক্রিত সম্পত্তিটি রয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার লোতে গ্রামে। এ বার এই সম্পত্তিটিই নিলামে বিক্রি হল।
অকশনে উপস্থিত ছিলেন দুজন ক্রেতা। যাদের মধ্যে একজন প্রথমেই নিলাম থেকে উঠে আসেন কিছু টেকনিকাল কারণে। অপর ব্যক্তি তিনি রত্নগিরিতেই থাকেন। তিনিই কিনে নেন ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে। এর মধ্যে একটি বন্ধ পেট্রোল পাম্প রয়েছে। যেটি দাউদের বোন হাসিনা পারকারের নামে ছিল। তবে দাউদের সাগ্রেদ ইকবালের ফ্ল্যাটটি বিক্রি হয়নি। যার দাম ছিল ৩ কোটি ৪৫ লক্ষ টাকা। আজ ২৭ লক্ষ টাকা অগ্রিম দিয়ে দাউদের সম্পত্তি নিজের নামে করেন রবি কেট।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2020 9:39 PM IST