চাঞ্চল্যকর তথ্য, মুম্বই হানার পরও ভারতে এসেছিলেন হেডলি

Last Updated:

২৬/১১ মুম্বই হানায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সাক্ষ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মুম্বই হামলার আগে মোট আটবার ভারতে এসে রেইকি করে গিয়েছিলেন হেডলি ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের বিশেষ মোকা আদালতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ২৬/১১ অন্যতম মূল চক্রী হেডলির সাক্ষ্য গ্রহণ ৷ সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে দুপুর ১২টা পর্যন্ত ৷ এই প্রথম বিদেশ থেকে কোনও জঙ্গির সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বিশেষ মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৷ অপরাধ মকুব করার শর্তে মুম্বই হামলার রাজসাক্ষী হতে রাজি হয়েছে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি।

#মুম্বই: ২৬/১১ মুম্বই হানায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সাক্ষ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মুম্বই হামলার আগে মোট আটবার ভারতে এসে রেইকি করে গিয়েছিলেন হেডলি ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের বিশেষ মোকা আদালতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ২৬/১১ অন্যতম মূল চক্রী হেডলির সাক্ষ্য গ্রহণ ৷ সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে দুপুর ১২টা পর্যন্ত ৷ এই প্রথম বিদেশ থেকে কোনও জঙ্গির সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বিশেষ মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৷ অপরাধ মকুব করার শর্তে মুম্বই হামলার রাজসাক্ষী হতে রাজি হয়েছে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি।
david-600x338
সাক্ষ্য দিতে গিয়ে লস্কর-ই-তৈবার সদস্য হেডলি বলেন, ভারতে ঢোকার জন্যই পাসপোর্টে দাউদ গিলানি থেকে নাম বদলে হন মার্কিন নাগরিক ডেভিড কোল হেডলি ৷ নতুন পাসপোর্ট পেয়ে মোট আটবার ভারতে এসেছিলেন হেডলি ৷ এর মধ্যে পাকিস্তান থেকে সাতবার মুম্বই এবং একবার দিল্লি যান তিনি ৷ মার্কিন পাসপোর্ট কারোর সন্দেহ হবে না তা তিনি জানতেন ৷ এতেই ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলো উঠে আসে ৷ হেডলি আরও জানান, পাসপোর্টে মা-র নাগরিকত্ব, পাসপোর্ট নাম্বার, জন্মদিন, জন্মস্থান ছাড়া সবই ভুঁয়ো ছিল ৷ নাম পরিবর্তনের পরে তিনি সেই তথ্য পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈবার সদস্য সহকর্মী সাজিদ মীরকে জানান ৷ হেডলির বয়ান অনুযায়ী, ‘সাজিদ চেয়েছিল আমি ভারতে ব্যবসা বা অফিস খুলি ৷ ভারতে ঢোকার আগেই মীর ওর লক্ষ্যের কথা জানায় ৷ মুম্বই শহরের ভিডিও তুলতে বলেছিল আমাকে ৷ আমি তাই করি ৷ ’ তবে হেডলির বয়ানে সবথেকে চাঞ্চল্যকর তথ্য যা উঠে এসেছে তা হল, মুম্বই হামলার পরও নির্দ্বিধায়, বিনা বাধায় ভারতে এসেছিলেন হেডলি ৷ আদালতকে মুম্বই হানার মূল চক্রী এদিন জানান, ‘৭ মার্চ ২০০৯-এ, মুম্বই হানার পরেও ভারতে এসেছিলাম’ ৷ মুম্বই হানার পরেও যে টনক নড়েনি প্রশাসনের তা এতেই স্পষ্ট ৷
advertisement
advertisement
সোমবার ছিল সাক্ষ্যগ্রহণের প্রথমদিন ৷ এদিন মোট ৪০টি প্রশ্ন করা হয় হেডলিকে ৷ এই সাক্ষ্যগ্রহণ পর্বের পর ২৬/১১-র মুম্বই হামলা সম্পর্কে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা ভারতের। হেডলির বয়ানে জঙ্গিহানার পিছনে পাকিস্তানের ভূমিকা স্পষ্ট হবে বলে আশাবাদী মুম্বই পুলিশও। ২৬/১১-র মুম্বই হামলায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই আমেরিকার আদালতের নির্দেশে ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানি ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাঞ্চল্যকর তথ্য, মুম্বই হানার পরও ভারতে এসেছিলেন হেডলি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement