• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • চাঞ্চল্যকর তথ্য, মুম্বই হানার পরও ভারতে এসেছিলেন হেডলি

চাঞ্চল্যকর তথ্য, মুম্বই হানার পরও ভারতে এসেছিলেন হেডলি

২৬/১১ মুম্বই হানায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সাক্ষ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মুম্বই হামলার আগে মোট আটবার ভারতে এসে রেইকি করে গিয়েছিলেন হেডলি ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের বিশেষ মোকা আদালতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ২৬/১১ অন্যতম মূল চক্রী হেডলির সাক্ষ্য গ্রহণ ৷ সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে দুপুর ১২টা পর্যন্ত ৷ এই প্রথম বিদেশ থেকে কোনও জঙ্গির সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বিশেষ মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৷ অপরাধ মকুব করার শর্তে মুম্বই হামলার রাজসাক্ষী হতে রাজি হয়েছে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি।

২৬/১১ মুম্বই হানায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সাক্ষ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মুম্বই হামলার আগে মোট আটবার ভারতে এসে রেইকি করে গিয়েছিলেন হেডলি ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের বিশেষ মোকা আদালতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ২৬/১১ অন্যতম মূল চক্রী হেডলির সাক্ষ্য গ্রহণ ৷ সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে দুপুর ১২টা পর্যন্ত ৷ এই প্রথম বিদেশ থেকে কোনও জঙ্গির সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বিশেষ মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৷ অপরাধ মকুব করার শর্তে মুম্বই হামলার রাজসাক্ষী হতে রাজি হয়েছে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি।

২৬/১১ মুম্বই হানায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সাক্ষ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মুম্বই হামলার আগে মোট আটবার ভারতে এসে রেইকি করে গিয়েছিলেন হেডলি ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের বিশেষ মোকা আদালতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ২৬/১১ অন্যতম মূল চক্রী হেডলির সাক্ষ্য গ্রহণ ৷ সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে দুপুর ১২টা পর্যন্ত ৷ এই প্রথম বিদেশ থেকে কোনও জঙ্গির সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বিশেষ মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৷ অপরাধ মকুব করার শর্তে মুম্বই হামলার রাজসাক্ষী হতে রাজি হয়েছে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ২৬/১১ মুম্বই হানায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সাক্ষ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মুম্বই হামলার আগে মোট আটবার ভারতে এসে রেইকি করে গিয়েছিলেন হেডলি ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের বিশেষ মোকা আদালতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ২৬/১১ অন্যতম মূল চক্রী হেডলির সাক্ষ্য গ্রহণ ৷ সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে দুপুর ১২টা পর্যন্ত ৷ এই প্রথম বিদেশ থেকে কোনও জঙ্গির সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বিশেষ মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৷ অপরাধ মকুব করার শর্তে মুম্বই হামলার রাজসাক্ষী হতে রাজি হয়েছে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি।

  david-600x338

  সাক্ষ্য দিতে গিয়ে লস্কর-ই-তৈবার সদস্য হেডলি বলেন, ভারতে ঢোকার জন্যই পাসপোর্টে দাউদ গিলানি থেকে নাম বদলে হন মার্কিন নাগরিক ডেভিড কোল হেডলি ৷ নতুন পাসপোর্ট পেয়ে মোট আটবার ভারতে এসেছিলেন হেডলি ৷ এর মধ্যে পাকিস্তান থেকে সাতবার মুম্বই এবং একবার দিল্লি যান তিনি ৷ মার্কিন পাসপোর্ট কারোর সন্দেহ হবে না তা তিনি জানতেন ৷ এতেই ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলো উঠে আসে ৷ হেডলি আরও জানান, পাসপোর্টে মা-র নাগরিকত্ব, পাসপোর্ট নাম্বার, জন্মদিন, জন্মস্থান ছাড়া সবই ভুঁয়ো ছিল ৷ নাম পরিবর্তনের পরে তিনি সেই তথ্য পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈবার সদস্য সহকর্মী সাজিদ মীরকে জানান ৷ হেডলির বয়ান অনুযায়ী, ‘সাজিদ চেয়েছিল আমি ভারতে ব্যবসা বা অফিস খুলি ৷ ভারতে ঢোকার আগেই মীর ওর লক্ষ্যের কথা জানায় ৷ মুম্বই শহরের ভিডিও তুলতে বলেছিল আমাকে ৷ আমি তাই করি ৷ ’ তবে হেডলির বয়ানে সবথেকে চাঞ্চল্যকর তথ্য যা উঠে এসেছে তা হল, মুম্বই হামলার পরও নির্দ্বিধায়, বিনা বাধায় ভারতে এসেছিলেন হেডলি ৷ আদালতকে মুম্বই হানার মূল চক্রী এদিন জানান, ‘৭ মার্চ ২০০৯-এ, মুম্বই হানার পরেও ভারতে এসেছিলাম’ ৷ মুম্বই হানার পরেও যে টনক নড়েনি প্রশাসনের তা এতেই স্পষ্ট ৷

  সোমবার ছিল সাক্ষ্যগ্রহণের প্রথমদিন ৷ এদিন মোট ৪০টি প্রশ্ন করা হয় হেডলিকে ৷ এই সাক্ষ্যগ্রহণ পর্বের পর ২৬/১১-র মুম্বই হামলা সম্পর্কে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা ভারতের। হেডলির বয়ানে জঙ্গিহানার পিছনে পাকিস্তানের ভূমিকা স্পষ্ট হবে বলে আশাবাদী মুম্বই পুলিশও। ২৬/১১-র মুম্বই হামলায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই আমেরিকার আদালতের নির্দেশে ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানি ।

  First published: