হাঙরের কবলে পড়ে জোর প্রাণে বাঁচলেন স্টেইন !
Last Updated:
অ্যাডভেঞ্চার হয়তো অনেকেরই প্রিয় ৷ কিন্তু সেই অ্যাডভেঞ্চার করতে গিয়েই ভয়ঙ্কর সব দুর্ঘটনার মুখোমুখি হতে হয় ৷ তাতে প্রাণ হারানোটাও কোনও অস্বাভাবিক ঘটনা নয় ৷ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনও সম্প্রতি এমনই এক অ্যাডভেঞ্চারাস কর্মযজ্ঞে জোর প্রাণে বাঁচলেন ৷
#কেপটাউন: অ্যাডভেঞ্চার হয়তো অনেকেরই প্রিয় ৷ কিন্তু সেই অ্যাডভেঞ্চার করতে গিয়েই ভয়ঙ্কর সব দুর্ঘটনার মুখোমুখি হতে হয় ৷ তাতে প্রাণ হারানোটাও কোনও অস্বাভাবিক ঘটনা নয় ৷ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনও সম্প্রতি এমনই এক অ্যাডভেঞ্চারাস কর্মযজ্ঞে জোর প্রাণে বাঁচলেন ৷ হাতের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে নামতেই পারেননি স্টেইন ৷ সামনে টি-২০ বিশ্বকাপ ৷ তার আগে প্রচুর এখন অবসর সময় ৷ অ্যাডভেঞ্চারের নেশায় এক বিশাল খাঁচায় বন্ধুকে নিয়ে ঢোকেন স্টেইন ৷ খাঁচাটি রাখা ছিল জলের তলায় ৷ হঠাৎই স্টেইন দেখেন এক প্রকাণ্ড হাঙর তেড়ে আসছে তাঁদের দিকে। দেখতে দেখতে হাঙরটা স্টেইনদের খাঁচার সামনে চলে আসে । দৈত্যাকায় প্রাণীটি প্রবল এক ঝটকা মারে খাঁচায়। কেঁপে ওঠেন স্টেইনরা । দুলতে লাগে সেই খাঁচাও। প্রাণভয়ে চিৎকার জুড়ে দেন স্টেইনরা। হাঙরটি বার কয়েকবার আছড়ে পড়ে খাঁচার গায়ে। তারপর অবশ্য নিজেই বিদায় নেয় হাঙরটি । সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এভাবে আবারও বাঁচার পর স্বভাবতই রাতের ঘুম উড়েছে স্টেইনের। কিছুদিন আগেই আফ্রিকার ভয়ঙ্কর বিষধর সাপ ব্ল্যাক মাম্বার হাত থেকেও রক্ষা পান স্টেইন ৷ রাস্তার মধ্যে পড়ে থাকা একটি সাপকে দেখে স্টেইন এবং তাঁর সঙ্গীরা বুঝতে পারেনি যে ওটা ‘ব্ল্যাক মাম্বা ’ ৷ কিন্তু কাছে গিয়ে দেখতেই আঁতকে ওঠেন তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক মাম্বা এবং হাঙরের ঘটনার কথা ছবি-সহ পোস্ট করেন স্টেইন ৷
।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2016 11:49 AM IST