হাঙরের কবলে পড়ে জোর প্রাণে বাঁচলেন স্টেইন !

Last Updated:

অ্যাডভেঞ্চার হয়তো অনেকেরই প্রিয় ৷ কিন্তু সেই অ্যাডভেঞ্চার করতে গিয়েই ভয়ঙ্কর সব দুর্ঘটনার মুখোমুখি হতে হয় ৷ তাতে প্রাণ হারানোটাও কোনও অস্বাভাবিক ঘটনা নয় ৷ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনও সম্প্রতি এমনই এক অ্যাডভেঞ্চারাস কর্মযজ্ঞে জোর প্রাণে বাঁচলেন ৷

#কেপটাউন:  অ্যাডভেঞ্চার হয়তো অনেকেরই প্রিয় ৷ কিন্তু সেই অ্যাডভেঞ্চার করতে গিয়েই ভয়ঙ্কর সব দুর্ঘটনার মুখোমুখি হতে হয় ৷ তাতে প্রাণ হারানোটাও কোনও অস্বাভাবিক ঘটনা নয় ৷ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনও সম্প্রতি এমনই এক অ্যাডভেঞ্চারাস কর্মযজ্ঞে জোর প্রাণে বাঁচলেন ৷ হাতের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে নামতেই পারেননি স্টেইন ৷ সামনে টি-২০ বিশ্বকাপ ৷ তার আগে প্রচুর এখন অবসর সময় ৷ অ্যাডভেঞ্চারের নেশায় এক বিশাল খাঁচায় বন্ধুকে নিয়ে ঢোকেন স্টেইন ৷ খাঁচাটি রাখা ছিল জলের তলায় ৷  হঠাৎই স্টেইন দেখেন এক প্রকাণ্ড হাঙর তেড়ে আসছে তাঁদের দিকে। দেখতে দেখতে হাঙরটা স্টেইনদের খাঁচার সামনে চলে আসে । দৈত্যাকায় প্রাণীটি প্রবল এক ঝটকা মারে খাঁচায়। কেঁপে ওঠেন স্টেইনরা । দুলতে লাগে সেই খাঁচাও। প্রাণভয়ে চিৎকার জুড়ে দেন স্টেইনরা। হাঙরটি বার কয়েকবার আছড়ে পড়ে খাঁচার গায়ে। তারপর অবশ্য নিজেই বিদায় নেয় হাঙরটি । সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এভাবে আবারও বাঁচার পর স্বভাবতই রাতের ঘুম উড়েছে স্টেইনের। কিছুদিন আগেই আফ্রিকার ভয়ঙ্কর বিষধর সাপ ব্ল্যাক মাম্বার হাত থেকেও রক্ষা পান স্টেইন ৷ রাস্তার মধ্যে পড়ে থাকা একটি সাপকে দেখে স্টেইন এবং তাঁর সঙ্গীরা বুঝতে পারেনি যে ওটা ‘ব্ল্যাক মাম্বা ’ ৷ কিন্তু কাছে গিয়ে দেখতেই আঁতকে ওঠেন তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক মাম্বা এবং হাঙরের ঘটনার কথা ছবি-সহ পোস্ট করেন স্টেইন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাঙরের কবলে পড়ে জোর প্রাণে বাঁচলেন স্টেইন !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement