সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি..., বিচারপতির এক প্রশ্নেই উঠল ঝড়, কী জিজ্ঞেস করলেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
DA Case News: সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার ডিএ মামলার শুনানির শুরুতেই উঠল ঝড়। এদিন শুনানি শুরুর প্রথমেই বিচারপতি সঞ্জয় করোল সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন দুই পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে। আর তাতেই রীতিমতো শোরগোল পরে গেল কোর্ট রুমে। কী এমন জিজ্ঞেস করলেন বিচারপতি?
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার ডিএ মামলার শুনানির শুরুতেই উঠল ঝড়। এদিন শুনানি শুরুর প্রথমেই বিচারপতি সঞ্জয় করোল সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন দুই পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে। আর তাতেই রীতিমতো শোরগোল পরে গেল কোর্ট রুমে। কী এমন জিজ্ঞেস করলেন বিচারপতি?
বিচারপতি করোল বলেন, “মামলা শুরু আগে আমরা একটা বিষয় বুঝতে চাই, হাইকোর্টের অর্ডারে যে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে, সেটার ব্যপারে আমাদের একটু আপনাদের বক্তব্য জানান। আমরা বোঝার চেষ্টা করছি ডিএ-কে কি ‘ফান্ডামেন্টাল রাইটস’ বা ‘মৌলিক অধিকার’ বলার ক্ষেত্রে আপনাদের কোনও যুক্তি আছে আদৌ?
advertisement
advertisement
উত্তরে দু’পক্ষই স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ ‘মৌলিক অধিকার’ নয়। দু’পক্ষ নিজের নিজের যুক্তিতে এরপরেই সওয়াল শুরু করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে ডিএ মামলার শুনানির শুরুতেই এই ইস্যুতেই সওয়াল জবাব চলে দু’পক্ষের।
advertisement
রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয় DA-কে কোনও মূল্যেই মৌলিক অধিকার বলা যায় না। রাজ্যের যুক্তি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই। এরপরেই পাল্টা কর্মচারী সংগঠনের আইনজীবী প্রশ্ন করেন, কেন্দ্র যদি দিতে পারে, রাজ্য কেন কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ দেবে না? তখন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, এক-এক রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম এক-এক রকম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 1:26 PM IST