উপকূলের আরও কাছে 'নিসর্গ'! আজ তীব্র গতিতে ল্যান্ডফল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, ১২ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হচ্ছে৷
#মুম্বই: শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ মহারাষ্ট্রের উপকূলের অনেকটাই কাছে চলে এসেছে৷ মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিবৃতিতে জানিয়েছে, মুম্বই-সহ মহারাষ্ট্রের অন্যান্য উপকূল এলাকা অতিভারী বৃষ্টি হবে৷ নিসর্গ-র ল্যান্ডফল বা জমিতে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায়৷
ঝড়ের প্রভাব পড়বে মুম্বই, থানে ও অন্যান্য উপকূলবর্তী জেলা যেমন রায়গড়, পালঘর, গুজরাতের ভালসাদ, সুরাত, নবসারি, ভাবনাগর ও ভারুচে৷ কেন্দ্রশাসিত দাদরা ও নগরহাভেলি, দমন-দিও-তেও ঝড়ের প্রভাব পড়বে৷
#WATCH NDRF (National Disaster Response Force) teams recceing the Dahanu, Palghar coast early morning today: SN Pradhan, NDRF Director-General. #Maharashtra #CycloneNisarga pic.twitter.com/ThAASXuYVo
— ANI (@ANI) June 3, 2020
advertisement
advertisement
নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে৷
ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দমন-দিও ও দাদরা-নগরহাভেলির প্রশাসনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী৷
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০টি টিম মহারাষ্ট্র, গুজরাত, দাদরা-নগর হাভেলি ও দমন-দিও-তে মোতায়েন করা হয়েছে৷ ভারতীয় সেনা, নেভি ও বায়ুসেনা উদ্ধারকাজের সরঞ্জাম ও ত্রাণ নিয়ে তৈরি৷
advertisement
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে ভিডিও বার্তায় জানিয়েছেন, দুদিন বাড়ির বাইরে না বেরতে৷ বাড়িতেই থাকতে৷ এছাড়াও কী করতে হবে আর কী করতে হবে না, রাজ্য সরকারের তরফে মেসেজ করে রাজ্যবাসীদের জানানো হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2020 7:48 AM IST