উপকূলের আরও কাছে 'নিসর্গ'! আজ তীব্র গতিতে ল্যান্ডফল

Last Updated:

নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, ১২ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হচ্ছে৷

#মুম্বই: শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ মহারাষ্ট্রের উপকূলের অনেকটাই কাছে চলে এসেছে৷ মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিবৃতিতে জানিয়েছে, মুম্বই-সহ মহারাষ্ট্রের অন্যান্য উপকূল এলাকা অতিভারী বৃষ্টি হবে৷ নিসর্গ-র ল্যান্ডফল বা জমিতে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায়৷
ঝড়ের প্রভাব পড়বে মুম্বই, থানে ও অন্যান্য উপকূলবর্তী জেলা যেমন রায়গড়, পালঘর, গুজরাতের ভালসাদ, সুরাত, নবসারি, ভাবনাগর ও ভারুচে৷ কেন্দ্রশাসিত দাদরা ও নগরহাভেলি, দমন-দিও-তেও ঝড়ের প্রভাব পড়বে৷
advertisement
advertisement
নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে৷
ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দমন-দিও ও দাদরা-নগরহাভেলির প্রশাসনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী৷
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০টি টিম মহারাষ্ট্র, গুজরাত, দাদরা-নগর হাভেলি ও দমন-দিও-তে মোতায়েন করা হয়েছে৷ ভারতীয় সেনা, নেভি ও বায়ুসেনা উদ্ধারকাজের সরঞ্জাম ও ত্রাণ নিয়ে তৈরি৷
advertisement
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে ভিডিও বার্তায় জানিয়েছেন, দুদিন বাড়ির বাইরে না বেরতে৷ বাড়িতেই থাকতে৷ এছাড়াও কী করতে হবে আর কী করতে হবে না, রাজ্য সরকারের তরফে মেসেজ করে রাজ্যবাসীদের জানানো হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
উপকূলের আরও কাছে 'নিসর্গ'! আজ তীব্র গতিতে ল্যান্ডফল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement