কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ফণী, দেখুন কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে

Last Updated:
কলকাতা: ওড়িশায় তাণ্ডব চালানোর পর এবার ফণী পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পথে। দাঁতন, ঝাড়গ্রাম হয়ে সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ। ফণীর দাপট বাড়বে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত। রাতভর কলকাতা সহ জেলায় তাণ্ডব চালানোর পর শনিবার সন্ধেয় বাংলাদেশের দিকে সরবে ফণী।
ওড়িশা থেকে উত্তর-পূর্ব দিক হয়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ফণীর আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় ৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার ৷ বিপজ্জনক ঘুর্ণিঝড় ফণী নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। প্রতি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। ঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না, একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
ঝড়ের আগে কী করবেন
advertisement
-গুজব ছড়াবেন না ও আতঙ্কিত হবেন না
- মোবাইলে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন। বৈদ্যুতিন সংযোগ এড়াতে এসএমএস ব্যবহার করুন
-টিভি, রেডিও ও সোশাল মিডিয়া থেকে ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন
-প্রয়োজনীয় কাগজপত্র, দামি জিনিস শুকনো জায়গায় রাখুন
- আপ‍ৎকালীন পরিস্থিতির জন্য জরুরি জিনিস প্রস্তুত রাখুন
advertisement
- আপনার বাড়ি নিরাপদে রাখুন, বাড়ির রক্ষণাবেক্ষণ করুন, কোনও ধারাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না
- গবাদি পশু বেঁধে রাখবেন না
Fani
ম‍ৎস্যজীবীদের করণীয়
- পর্যাপ্ত ব্যাটারি-সহ রেডিও নিজের কাছে রাখুন
- নিরাপদ জায়গার নৌকা বেঁধে রাখুন
advertisement
- গভীর সমুদ্রে যাবেন না
ঝড় চলাকালীন কী করবেন
- কোনও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্র, গ্যাস ব্যবহার করবেন না
- বাড়ির জানলা-দরজা বন্ধ রাখুন
- বাড়ি বিপজ্জনক হলে ঝড়ের আগে সেখান থেকে বেরিয়ে আসুন
- রেডিওতে ঝড়ের তথ্য নিন
- ফোটানো জল পান করুন
- প্রশাসনের সতর্কবার্তাতেই ভরসা রাখুন
advertisement
বাড়ির বাইরে থাকলে কী করবেন
- ভাঙা বাড়িতে আশ্রয় নেবেন না
- বৈদ্যুতিন তার, পোলের থেকে দূরে থাকুন
- যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় চলে যান
জলপথ এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। সতর্কতা জারি হয়েছে আকাশপথেও।
বাংলা খবর/ খবর/দেশ/
কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ফণী, দেখুন কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement