রাহুলকে নিয়ে প্রিয়াঙ্কার মেগা রোড শো, থিকথিকে ভিড়ে স্লোগান 'চৌকিদার চোর হ্যায়'
Last Updated:
৫ দিনের জন্য লখনৌ পৌঁছেছেন প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কা এই রোড শো-এর মাধ্যমেই রাজনীতিতে প্রবেশের পর লোকসভা ভোটের প্রথম প্রচার শুরু করে দিলেন তিনি৷ অনেক সমর্থক নিজেদের গায়ে লিখেছেন, 'চৌকিদার চোর হ্যায়৷'
#নয়াদিল্লি: বাসের ছাদে তাবড় কংগ্রেস নেতৃত্ব৷ সভাপতি রাহুল গান্ধি থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ বব্বর৷ কিন্তু মধ্যমণি একজনই৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ লখনৌয়ে ১২ কিলোমিটার মেগা রোড শো-য়ের মাধ্যমেই ভোট প্রচার শুরু করে দিলেন রাজীব গান্ধির কন্যা৷ হাজার হাজার মানুষ রাস্তার ধারে৷
लखनऊ पहुंचे प्रियंका, राहुल और सिंधिया, थोड़ी देर में शुरू होगा रोड शो. https://t.co/XjaDEI1vpx pic.twitter.com/UP6rwbUlJK
— News18 India (@News18India) February 11, 2019
advertisement
এয়ারপোর্ট থেকে কংগ্রেসের সদর দফতর রোড শো করছেন প্রিয়াঙ্কা৷ তার আগে অডিও বার্তায় দেশের যুবসমাজকে তাঁর রোড শোতে যোগ দিতে অনুরোধ করেন। বলেন, নতুন রাজনীতির জন্ম দিতেই তাঁর এই রোড শো। প্রিয়ঙ্কার রোডশো ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে দুর্গা রূপে তুলে ধরে প্রচার করা হয়।
advertisement
৫ দিনের জন্য লখনৌ পৌঁছেছেন প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কা এই রোড শো-এর মাধ্যমেই রাজনীতিতে প্রবেশের পর লোকসভা ভোটের প্রথম প্রচার শুরু করে দিলেন তিনি৷ অনেক সমর্থক নিজেদের গায়ে লিখেছেন, 'চৌকিদার চোর হ্যায়৷'
প্রিয়াঙ্কার রোড শো ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ থিকথিকে ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2019 2:28 PM IST