Crocodiles in Haridwar: পুকুর, নর্দমা থেকে বাড়ির বাথরুমে থিকথিক করছে বানভাসি কুমির! তটস্থ হরিদ্বারবাসী

Last Updated:

Crocodiles in Haridwar: নদীর জলে ভেসে এসেছে অসংখ্য কুমির৷ তারা বিচরণ করছে প্লাবিত লোকালয়ে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অতি বৃষ্টির প্লাবন তো ছিলই৷ সঙ্গে যোগ হয়েছে কুমিরের উপদ্রব৷ উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দাদের এখন শিরে সংক্রান্তি৷ জেলার লকসর এবং খানপুর এলাকায় বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে গঙ্গা এবং তার শাখানদী ও উপনদীর জলে৷ নদীর জলে ভেসে এসেছে অসংখ্য কুমির৷ তারা বিচরণ করছে প্লাবিত লোকালয়ে৷ বড় নদীর কুমিরদের হরদম দেখা মিলছে বনগঙ্গা এবং সোনালি নদীর জলে৷ স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছে বন দফতরের কর্মীরা৷ তাঁরা প্লাবিত এলাকা থেকে কুমিরদের ধরে ফের ফিরিয়ে দিচ্ছেন বড় নদীতে৷
বন দফতরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত প্রায় এক ডজন কুমির ধরা হয়েছে গঙ্গা সংলগ্ন হরিদ্বারের জনবহুল এলাকা থেকে৷ লকসর এবং খানপুর এলাকায় ২৫ জন বনকর্মীর বিশেষ দল নিয়োগ করা হয়েছে কুমির ধরার জন্য৷ তাঁরা কাজ করছেন দিনভর৷
গত সপ্তাহে প্রবল বর্ষণে গঙ্গার জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছে লকসর এবং খানপুর অঞ্চল৷ সোনালি নদীতে বাঁধের একাংশে ফাটল ধরে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি৷ গত সপ্তাহে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী প্লাবিত গ্রামগুলি পরিদর্শন করেন৷ লকসরের কিছু এলাকায় সোমবার জলস্তর নেমে গিয়েছে৷ কিন্তু মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হওয়ায় নতুন করে প্লাবিত হয় কিছু এলাকা৷
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা অমিত গিরি জানিয়েছেন খানপুরের খেদিকালান গ্রামে একজনের বাড়ির বাথরুমে আশ্রয় নেয় একটি বানভাসি কুমির৷ বন দফতরের কর্মীরা সরীসৃপটিকে উদ্ধার করে ফেরত পাঠায় নদীতে৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন জল কমার সঙ্গে সঙ্গে অনেক কুমির ফিরে গিয়েছে মূল বড় নদীতে তাদের পুরনো অঞ্চলে৷ তবে কিছু কুমির এখনও রয়ে গিয়েছে লোকালয়েই৷ বনগঙ্গা ও সোনালি নদী বেয়ে আসা এই কুমিরের দল তাদের নতুন ঠিকানা করেছে গ্রামের পুকুর এবং বড় নর্দমাগুলিকে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crocodiles in Haridwar: পুকুর, নর্দমা থেকে বাড়ির বাথরুমে থিকথিক করছে বানভাসি কুমির! তটস্থ হরিদ্বারবাসী
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement