Crocodiles in Haridwar: পুকুর, নর্দমা থেকে বাড়ির বাথরুমে থিকথিক করছে বানভাসি কুমির! তটস্থ হরিদ্বারবাসী

Last Updated:

Crocodiles in Haridwar: নদীর জলে ভেসে এসেছে অসংখ্য কুমির৷ তারা বিচরণ করছে প্লাবিত লোকালয়ে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অতি বৃষ্টির প্লাবন তো ছিলই৷ সঙ্গে যোগ হয়েছে কুমিরের উপদ্রব৷ উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দাদের এখন শিরে সংক্রান্তি৷ জেলার লকসর এবং খানপুর এলাকায় বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে গঙ্গা এবং তার শাখানদী ও উপনদীর জলে৷ নদীর জলে ভেসে এসেছে অসংখ্য কুমির৷ তারা বিচরণ করছে প্লাবিত লোকালয়ে৷ বড় নদীর কুমিরদের হরদম দেখা মিলছে বনগঙ্গা এবং সোনালি নদীর জলে৷ স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছে বন দফতরের কর্মীরা৷ তাঁরা প্লাবিত এলাকা থেকে কুমিরদের ধরে ফের ফিরিয়ে দিচ্ছেন বড় নদীতে৷
বন দফতরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত প্রায় এক ডজন কুমির ধরা হয়েছে গঙ্গা সংলগ্ন হরিদ্বারের জনবহুল এলাকা থেকে৷ লকসর এবং খানপুর এলাকায় ২৫ জন বনকর্মীর বিশেষ দল নিয়োগ করা হয়েছে কুমির ধরার জন্য৷ তাঁরা কাজ করছেন দিনভর৷
গত সপ্তাহে প্রবল বর্ষণে গঙ্গার জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছে লকসর এবং খানপুর অঞ্চল৷ সোনালি নদীতে বাঁধের একাংশে ফাটল ধরে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি৷ গত সপ্তাহে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী প্লাবিত গ্রামগুলি পরিদর্শন করেন৷ লকসরের কিছু এলাকায় সোমবার জলস্তর নেমে গিয়েছে৷ কিন্তু মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হওয়ায় নতুন করে প্লাবিত হয় কিছু এলাকা৷
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা অমিত গিরি জানিয়েছেন খানপুরের খেদিকালান গ্রামে একজনের বাড়ির বাথরুমে আশ্রয় নেয় একটি বানভাসি কুমির৷ বন দফতরের কর্মীরা সরীসৃপটিকে উদ্ধার করে ফেরত পাঠায় নদীতে৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন জল কমার সঙ্গে সঙ্গে অনেক কুমির ফিরে গিয়েছে মূল বড় নদীতে তাদের পুরনো অঞ্চলে৷ তবে কিছু কুমির এখনও রয়ে গিয়েছে লোকালয়েই৷ বনগঙ্গা ও সোনালি নদী বেয়ে আসা এই কুমিরের দল তাদের নতুন ঠিকানা করেছে গ্রামের পুকুর এবং বড় নর্দমাগুলিকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crocodiles in Haridwar: পুকুর, নর্দমা থেকে বাড়ির বাথরুমে থিকথিক করছে বানভাসি কুমির! তটস্থ হরিদ্বারবাসী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement