Crime News: যৌতুকে টাকা গাড়ি না মেলায় বিয়ের দিনই চরম সিদ্ধান্ত পাত্রের, পাত্রীর যা হল...

Last Updated:

Crime News: ঘর সাজানো, মেহেন্দি লাগানো, সব প্রস্তুতি সম্পূর্ণ। রাত বাড়লেও বরযাত্রীর দেখা নেই, হতাশায় মেয়েটি ফোন করে জানতে চায়, "কোথায় সবাই?" বরপক্ষ জানায়, তারা যৌতুক হিসাবে গাড়ি না পেলে বিয়ে করবে না।

যৌতুকে টাকা গাড়ি না মেলায় বিয়ের দিনই চরম সিদ্ধান্ত পাত্রের, পাত্রীর যা হল...
যৌতুকে টাকা গাড়ি না মেলায় বিয়ের দিনই চরম সিদ্ধান্ত পাত্রের, পাত্রীর যা হল...
সাম্ভল: উত্তর প্রদেশের সাম্ভলের নাসাখা থানা এলাকার এক গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। কনে বরপক্ষের জন্য সেজেগুজে অপেক্ষা করছিল, কিন্তু বর কোনওভাবেই বিয়ের মণ্ডপে হাজির হল না। কনের পরিবারের অভিযোগ, বরপক্ষ পণ হিসেবে গাড়ি দাবি করেছিল। সেই দাবি পূরণ না করায় বরপক্ষ বিয়ে করতে রাজি হয়নি।
এ ঘটনায় মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। আনন্দের মুহূর্তে ছায়া নেমে এল, মেয়েটি ভীষণ হতাশ হয়ে পড়ল, এবং অবশেষে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল তাকে।
advertisement
এই ঘটনার পেছনের কারণও কম জটিল নয়। নাসাখা এলাকার একটি গ্রামের বিবাহিত এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত যুবক সলিমের। মেয়েটি স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার পর প্রেমিকের প্রতিশ্রুতির আশায় ছিল। কিন্তু, অভিযোগ অনুযায়ী, সলিম চার বছর ধরে তাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক বজায় রাখে। জুলাই মাসে কনের মা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে এই ঘটনা প্রকাশ্যে আসে এবং মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়, এবং ২০২৪ সালের ৫ নভেম্বর বিয়ের তারিখ নির্ধারিত হয়।
advertisement
ঘর সাজানো, মেহেন্দি লাগানো, সব প্রস্তুতি সম্পূর্ণ। রাত বাড়লেও বরযাত্রীর দেখা নেই, হতাশায় মেয়েটি ফোন করে জানতে চায়, “কোথায় সবাই?” বরপক্ষ জানায়, তারা যৌতুক হিসাবে গাড়ি না পেলে বিয়ে করবে না। এতটুকু শুনেই হতাশায় কনে অচেতন হয়ে যায়।
advertisement
কনের মায়ের অভিযোগ, সলিম ফোনে জানায় যে, তাকে গাড়ি ও অর্থ দিতে হবে। সে বলে, পুলিশ-প্রশাসনের সাহায্যে তার কোনও ভয় নেই। এখন কন্যার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে, যদিও চার বছর ধরে কোনো সমস্যা ছিল না। কনের মায়ের বক্তব্য, “আমার মেয়ের সংসার ভেঙে দিয়েছে ওরা। ওকে ফাঁসিয়েছে, আর এখন বিয়ে থেকে সরে যাচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: যৌতুকে টাকা গাড়ি না মেলায় বিয়ের দিনই চরম সিদ্ধান্ত পাত্রের, পাত্রীর যা হল...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement