Crime News: ৪২ বছর বয়সি বিবাহিত প্রেমিকের ফাঁদে ১৭-র কিশোরী! অকথ্য নির্যাতনের পর নিথর দেহ রেললাইনের পাশে স্যুটকেসে!

Last Updated:

Crime News:পুলিশের মতে, প্রধান অভিযুক্ত, ৪২ বছর বয়সি আশিস কুমার, ১৫ মে তার গ্রাম থেকে নাবালিকাকে প্রলুব্ধ করে কর্ণাটকে নিয়ে এসেছিল।

AI Generated Image
AI Generated Image
১৭ বছর বয়সি এক কিশোরীকে হত্যা করে, তার দেহ স্যুটকেসে ভরে রেললাইনের কাছে ফেলে দেওয়ার অভিযোগে বেঙ্গালুরু (গ্রামীণ) পুলিশ এক নাবালক-সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২১ মে সকালে মৃতদেহটি উদ্ধার করা হয় এবং প্রাথমিক তদন্তে জানা যায় যে, ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে যে মৃত কিশোরীকে তার প্রেমিক আশিস কুমার (৪২) বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ সেই প্রতিশ্রুতির টানে সে বিহার থেকে বেঙ্গালুরুতে এসেছিল। বিহারের এক দিনমজুর দম্পতির সাত মেয়ের মধ্যে একজন ছিল ওই কিশোরী।
অভিযোগ, ২০ মে রাতে, আশিক কুমার মদ্যপ অবস্থায় শ্বাসরোধ করে ওই কিশোরীকে হত্যা করে। এর পর নাবালক-সহ তার আত্মীয়স্বজনদের সহায়তায়, সে একটি স্যুটকেসের ভিতরে কিশোরীর নিথর দেহটি ভরে লুকিয়ে রাখে। তার পর ওই দেহ ভর্তি স্যুটকেস ফেলে আসে বেঙ্গালুরুর কাছে আনেকালে এলাকায়৷ তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বিহারে লুকিয়ে ছিল৷ শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।
advertisement
মৃতদেহ দেখে তদন্তকারীরা সন্দেহ করেছিলেন যে ওই কিশোরী কর্নাটকের বাসিন্দা নন৷ পুলিশের মতে, প্রধান অভিযুক্ত, ৪২ বছর বয়সি আশিস কুমার, ১৫ মে তার গ্রাম থেকে নাবালিকাকে প্রলুব্ধ করে কর্ণাটকে নিয়ে এসেছিল। তারা ১৭ মে আনেকালের কাছে কাচানায়কানাহাল্লিতে পৌঁছেছিল এবং এক বন্ধুর বাড়িতে থেকেছিল। “সে বন্ধুকে বোঝাতে চেয়েছিল যে সে তার স্ত্রী এবং তারা কয়েক দিনের জন্য এখানে থাকবে,” সূর্যনগরের পুলিশ পরিদর্শক সঞ্জীব কুমার মহাজন বলেন সংবাদমাধ্যমকে। ২০ মে সকালে, সকাল ৮ থেকে ৯ টার মধ্যে, যখন বন্ধুটি কাজে বেরিয়ে যায়, তখন যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়৷ অনুমান পুলিশের৷ পুলিশ জানিয়েছে, খুনের পর আশিস কুমার তার সহযোগীদের সাথে যোগাযোগ করে। আরও সাতজনের সাহায্যে, সে মৃতদেহটি একটি স্যুটকেসে ভরে রেলওয়ে ব্রিজের কাছে ফেলে দেয়, যাতে মনে হয় স্যুটকেসটি চলন্ত ট্রেন থেকে ফেলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : OTP পেতেন নিজের সিস্টেমেই! গ্রাহকরা জানতেই পারতেন না! গ্রাহকদের FD অ্যাকাউন্ট তছরুপ করে কোটি কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ জালিয়াত তরুণী ব্যাঙ্ককর্মীর
প্রসঙ্গত বোম্মাসান্দ্রা শিল্প প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী আশিস বিবাহিত এবং তার দু’টি সন্তান রয়েছে। পুলিশের ধারণা, খুনের পর মৃতদেহ সরিয়ে ফেলার পর পরই অভিযুক্ত ব্যক্তিরা বিহারে ফিরে আসে। কিন্তু শেষরক্ষা হল না৷ ধরা পড়তেই হল পুলিশের জালে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ৪২ বছর বয়সি বিবাহিত প্রেমিকের ফাঁদে ১৭-র কিশোরী! অকথ্য নির্যাতনের পর নিথর দেহ রেললাইনের পাশে স্যুটকেসে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement