Crime News: কথা ছিল মাত্র আধ ঘণ্টার মধ্যেই বাড়িতে ফিরবেন! যমুনার খালে সেই যুবকের দেহ মিলল ৫ দিন পর...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Crime News: ৫ দিন নিখোঁজ থাকার পর হরিয়ানার যমুনানগরের সুমিতের মৃতদেহ পশ্চিম যমুনা খাল থেকে উদ্ধার করা হয়েছে। খুন না অন্যকিছু? তদন্ত শুরু করেছে পুলিশ৷
যমুনানগর: হরিয়ানার যমুনানগরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এক যুবক বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিল, মাত্র আধ ঘণ্টার মধ্যেই বাড়িতে ফিরবেন। কিন্তু তার দেহ মিলল পাঁচদিন পর, যমুনার খালে।
জানা গিয়েছে, সুমিত গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করতেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলেন যে তিনি আধা ঘণ্টার মধ্যে ফিরে আসবেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
হরিয়ানার যমুনানগর জেলার ব্যাংক কলোনির বাসিন্দা সুমিত (৩২) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মৃতদেহ পশ্চিম যমুনা খাল থেকে উদ্ধার করা হয়েছে। সুমিত অবিবাহিত ছিলেন এবং গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করতেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
advertisement
সুমিতের পরিবারের মতে, তিনি বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলেন যে তিনি আধা ঘণ্টার মধ্যে ফিরে আসবেন, কিন্তু এরপর আর ফেরেননি। পাঁচ দিন পর, দড়ওয়া ঘাটের কাছে তার স্কুটিটি পাওয়া যায় এবং আজ খুরদি ব্রিজের কাছে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
সুমিতের ভাই রমেশ জানিয়েছেন, তিনি সবসময় হাসিখুশি থাকতেন এবং তার মধ্যে কোনো দুশ্চিন্তার লক্ষণ দেখা যায়নি। পরিবার তার নিখোঁজ হওয়ার পর গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করেছিল। তবে তারা আত্মহত্যার সম্ভাবনা নাকচ করেছে এবং হত্যার আশঙ্কাও প্রকাশ করেনি।
গান্ধীনগর থানার ইনচার্জ জগবীর সিং জানিয়েছেন, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পরের দিনই দড়ওয়া ঘাটের কাছে সুমিতের স্কুটিটি পাওয়া যায়। পুলিশ তদন্ত চালিয়ে আজ তার মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
প্রসঙ্গত, পশ্চিম যমুনা খালে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কেউ আত্মহত্যা করছে, আবার কেউ খুনের পর দেহ খালে ফেলে দিচ্ছে। গত এক মাসে এ ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 2:37 PM IST