Zubeen Garg: জুবিনের দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত! যেন সঙ্গীতের 'তীর্থক্ষেত্র'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Zubeen Garg: অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস, তবুও সোনাপুরে তাঁর দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত।
অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস, তবুও সোনাপুরে তাঁর দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন, প্রিয় শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। কেউ ফুল ও মালা নিবেদন করছেন, কেউ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন, আবার কেউ গেয়ে চলেছেন তাঁর অমর গান, যা আজও অসমের আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হয়।
দাহস্থলটিতে এখন এক বিশেষ আবেগময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা—সবাই আসছেন দূরদূরান্ত থেকে। অনেকেই পরিবার-সহ এসে সেখানে সময় কাটাচ্ছেন, কেউবা বসে তাঁর গান শুনছেন। কেউ কেউ ঐতিহ্যবাহী অসমীয়া বাদ্যযন্ত্র নিয়ে তাঁর জনপ্রিয় গান পরিবেশন করছেন, যা স্থানটিকে পরিণত করেছে এক জীবন্ত সংগীতমঞ্চে।

advertisement
advertisement
বিশেষ করে রবিবারে এই ভিড় আরও বেড়ে যায়। কাজের ফাঁকে ছুটির দিনে হাজার হাজার মানুষ সারাদিন ধরে সেখানে উপস্থিত থাকেন। যেন এটি এক সংগীতের তীর্থস্থানে পরিণত হয়েছে। বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিনের প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে, তিনি শুধু একজন শিল্পী নন—অসমবাসীর আবেগ ও সংস্কৃতির অংশ।
advertisement
জুবিন গর্গের দাহস্থল এখন শুধু একটি স্মৃতিসৌধ নয়, বরং এক পবিত্র স্থান, যেখানে সংগীত, ভালোবাসা ও শ্রদ্ধা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাঁর গান যেমন মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে, তেমনি সোনাপুরের এই স্থানও হয়ে উঠেছে তাঁর অমর উত্তরাধিকারের প্রতীক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 11:04 PM IST

