Zubeen Garg: জুবিনের দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত! যেন সঙ্গীতের 'তীর্থক্ষেত্র'

Last Updated:

Zubeen Garg: অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস, তবুও সোনাপুরে তাঁর দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত।

News18
News18
অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস, তবুও সোনাপুরে তাঁর দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন, প্রিয় শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। কেউ ফুল ও মালা নিবেদন করছেন, কেউ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন, আবার কেউ গেয়ে চলেছেন তাঁর অমর গান, যা আজও অসমের আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হয়।
দাহস্থলটিতে এখন এক বিশেষ আবেগময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা—সবাই আসছেন দূরদূরান্ত থেকে। অনেকেই পরিবার-সহ এসে সেখানে সময় কাটাচ্ছেন, কেউবা বসে তাঁর গান শুনছেন। কেউ কেউ ঐতিহ্যবাহী অসমীয়া বাদ্যযন্ত্র নিয়ে তাঁর জনপ্রিয় গান পরিবেশন করছেন, যা স্থানটিকে পরিণত করেছে এক জীবন্ত সংগীতমঞ্চে।
advertisement
advertisement
বিশেষ করে রবিবারে এই ভিড় আরও বেড়ে যায়। কাজের ফাঁকে ছুটির দিনে হাজার হাজার মানুষ সারাদিন ধরে সেখানে উপস্থিত থাকেন। যেন এটি এক সংগীতের তীর্থস্থানে পরিণত হয়েছে। বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিনের প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে, তিনি শুধু একজন শিল্পী নন—অসমবাসীর আবেগ ও সংস্কৃতির অংশ।
advertisement
জুবিন গর্গের দাহস্থল এখন শুধু একটি স্মৃতিসৌধ নয়, বরং এক পবিত্র স্থান, যেখানে সংগীত, ভালোবাসা ও শ্রদ্ধা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাঁর গান যেমন মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে, তেমনি সোনাপুরের এই স্থানও হয়ে উঠেছে তাঁর অমর উত্তরাধিকারের প্রতীক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Zubeen Garg: জুবিনের দাহস্থল আজও ভক্তদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত! যেন সঙ্গীতের 'তীর্থক্ষেত্র'
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চ্যেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চ্যেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement