কথা রাখবে বিজেপি, নীতীশ কুমারই বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়ে দিলেন,জয়ের কৃতিত্ব বিজেপি একা নিতে চায় না। ফলে প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রীত্ব পেতে চলেছেন নীতীশই।
#পটনা: যুদ্ধজয় হয়েছে। কিন্তু তারপরেই উঠে গিয়েছে বড় প্রশ্ন, ছোট শরিক জেডিইউ-কে দেওয়া কথা কি রাখছে বিজেপি? জল্পনায় জল ঢেলে বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়ে দিলেন,জয়ের কৃতিত্ব বিজেপি একা নিতে চায় না। ফলে প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রীত্ব পেতে চলেছেন নীতীশই।
সুশীল মোদি বুধবার বলেন, "এই জয়ের কারিগর নরেন্দ্র মোদি, নীতীশ কুমার। এরা দুজনে মিলেই এই সংখ্যাগরিষ্ঠতা এনেছে। আমরা জনতার মধ্যে কোন রাগ ক্রোধ দেখিনি। বিরোধীরা মিথ্যে ইস্যু তুলেছিল। তাতে কাজ হয়নি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি আমরা। বিহারে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই।"
বিহারে এনডিএ পেয়েছে মোট ১২৫ টি আসন। কিন্তু এই আসনের সিংহভাগই এসেছে বড় শরিক বিজেপির হাত ধরে। জেডিউ পেয়েছে ৪৩টি আসন। তথ্য দিয়ে বিচার করলে তাঁর দল তৃতীয় দল। এখানেই প্রশ্ন উঠতে শুরু করে, দুর্বল জেডিইউ-কে কি মুখ্যমন্ত্রীত্ব ছাড়বে বিজেপি ?
advertisement
advertisement
গতকালই শিবসেনা নেতা সঞ্জয় রাউত টিপ্পনী দিয়ে রেখেছিল, বিজেপি যদি নীতীশকে মুখ্যমন্ত্রীত্ব ছা়ড়ে তবে ধন্যবাদ প্রাপ্য শিবসেনার। এই টিপ্পনী আসলে মহারাষ্ট্রের বিধানসভা ভোট প্রসঙ্গে, যেখানে বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে ঝামেলার জেরে তো ভেঙে ফেলে শিবসেনা। নতুন জোট সরকার হয় উদ্ধবের নেতৃত্বে।
তবে বিজেপির তৎপরতা ও সততার বাণী বলছে, ভুল থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। বাকিটা সময় বলবে।
advertisement
বিহার ভোটের ফল এক নজরে-
বিজেপির সংগ্রহ ৭৪ টি আসন। আরজেডি পেয়েছে ৭৫টি আসন। অৰ্থাৎ জেডিইউ তৃতীয় স্থানে রয়েছে ৪৩টি আসন পেয়ে। এলজিপির আসন সংখ্যা মাত্র ১টি। জাতীয় কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। সিপিআইএমএল পেয়েছে ১১ টি আসন। সিপিএম পেয়েছে ৩ টি আসন। আসন। পাঁচটি আসনে জিতেছে এআএমআইএম। একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী। ভিআইপি পেয়েছে চারটি আসন। হিন্দুস্থান আওয়াম মোর্চার সংগ্রহ চারটি আসন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2020 4:27 PM IST