লক্ষ্য লোকসভা নির্বাচন ! সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে আসন জোরদার করল বাংলা
Last Updated:
সিপিএমের সাধারণ সম্পাদক পদে নিজের ক্ষমতা অটুট রাখলেন সীতারাম ইয়েচুরি ৷ পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতেও বেঙ্গল লবি আরও জোরদার হল ৷
#নয়াদিল্লি: সিপিএমের সাধারণ সম্পাদক পদে নিজের ক্ষমতা অটুট রাখলেন সীতারাম ইয়েচুরি ৷ পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতেও বেঙ্গল লবি আরও জোরদার হল ৷ কেন্দ্রীয় কমিটিতেই এবার সুজন চক্রবর্তীসহ চারজনের নাম নথিভুক্ত হয়েছে ৷ তাঁরা হলেন রবীন দেব, অমিয় পাত্র এবং আভাস রায়চৌধুরী ৷ এদের মধ্যে নতুন মুখ আভাস রায়চৌধুরি ৷ অর্থাৎ কেন্দ্রীয় কমিটিতে ৪ জন নতুন সদস্য তাদের নিজেদের জায়গা ছিনিয়ে নিয়েছেন ৷ নবনির্বাচিত ৯৫ জন কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে ১৫ জনই নতুন মুখ ৷
অপরদিকে, কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়লেন গৌতম দেব, মদন ঘোষ, দীপক দাশগুপ্ত ৷ সম্প্রতি, পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি থেকেও গৌতম দেব এবং মদন ঘোষকে বাদ দেওয়া হয়। পলিটব্যুরোতেও হয়েছে সামান্য রদবদল ৷ এই দলটিকেও ভারী করতে বাংলা থেকে দলে ঢুকল বেশ কিছু নতুন মুখ ৷ এরা হলেন তপন সেন এবং নীলোৎপল বসু ৷
advertisement
advertisement
এর পাশাপাশি কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান হলেন বাসুদেব আচারিয়া ৷
ত্রিপুরায় গোহারা হারার পর শুধুমাত্র ত্রিপুরাতেই নিজেদের ক্ষমতা এখনও ধরে রেখেছে সিপিএম ৷ কিন্তু এখন শেষরক্ষা করতে পারে ২০১৯ সালের লোকসভা নির্বাচনই ৷ তাই সেই নির্বাচনকে লক্ষ্য করেই নিজেদের ক্ষমতা ধরে রাখতে পার্টি লাইনে বেশ কিছু পরিবর্তন আনছে দলটি ৷ আর তা স্টিয়ারিং কমিটির তরফে প্রকাশিত বিবৃতিতেই স্পষ্ট ৷ তবে, তা নিয়েও বিরোধ চরমে ৷ এ প্রসঙ্গে বৃন্দা কারাত বলেন, সিপিএম কংগ্রেসের সঙ্গে সিপিএমের ভবিষ্যত জোটের সম্ভাবনা উড়িয়ে দেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2018 7:18 PM IST