শর্তসাপেক্ষে কাশ্মীর চললেন ইয়েচুরি, ফিরে দিতে হবে সফরের হলফনামা
Last Updated:
সুপ্রিম কোর্টের শর্ত, সীতারাম ইয়েচুরি তাঁর দলের নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে পারবেন৷
#শ্রীনগর: সুপ্রিম কোর্টের ছাড়পত্রের পরে আজ কাশ্মীর রওনা হলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ দেখা করবেন জম্মু-কাশ্মীরের সিপিআইএম নেতা ইউসুফ তারিগামির সঙ্গে৷ বুধবারই ইয়েচুরিকে শর্তসাপেক্ষে কাশ্মীর যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট৷
সুপ্রিম কোর্টের শর্ত, সীতারাম ইয়েচুরি তাঁর দলের নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে পারবেন৷ কিন্তু কোনও রকম রাজনৈতিক অনুষ্ঠান বা কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না৷ বুধবার সুপ্রিম কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি পেয়েই বৃহস্পতিবার কাশ্মীর রওনা হলেন সিপিআইএম সাধারণ সম্পাদক৷
কাশ্মীর থেকে ফিরে সীতারামকে হলফনামা দিয়ে তাঁর সফরের বিষয়ে জানাতে হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তারিগামিকে কোথায় কী ভাবে আটক করে রাখা হয়েছে, দলের সাধারণ সম্পাদক হিসেবে ইয়েচুরি তা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তারিগামি জেড ক্যাটেগরির সিকিউরিটি পান। প্রধান বিচারপতি বলেন, জেড বা জে় প্লাস যা-ই পান না কেন, যদি কোনও নাগরিক তাঁর দলের সহকর্মীর সঙ্গে দেখা করতে চান, আপনি তাতে নাক গলাতে পারেন না।
advertisement
advertisement
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের ৫টি জেলায় চালু হয়েছে মোবাইল পরিষেবা৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর ও রায়েসি জেলায় ২জি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে৷
আরও ভিডিও: কেন্দ্রের দাবি ঐতিহাসিক দিন, কিন্তু ৫ অগাস্ট যোগাযোগহীন থমথমে কাশ্মীর, দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2019 9:45 AM IST