Covishield Vaccine Second Dose: কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ নেওয়ার নিয়মে বড় বদল! অনেকটা কমল অপেক্ষা

Last Updated:

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ (Covishield Vaccine Second Dose) বাকি রয়েছে, দেশে এমন মানুষের সংখ্যা এখনও ছয় থেকে সাত কোটি৷

কোভিশিল্ড ভ্যাকসিন৷ প্রতীকী ছবি৷
কোভিশিল্ড ভ্যাকসিন৷ প্রতীকী ছবি৷
#দিল্লি: কোভিশিল্ড ভ্যাকসিন-এর দ্বিতীয় ডোজ (Covishield Vaccine Second Dose) নেওয়ার নিয়মে বড় বদল৷ প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান চার সপ্তাহ কমিয়ে দিল কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি৷ এতদিন প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ১২ থেকে ১৬ সপ্তাহের তফাৎ রাখতে হত৷ এবার তা কমিয়ে ৮ থেকে ১৬ সপ্তাহ করা হল৷
অর্থাৎ কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ৮ সপ্তাহ পেরোলেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন যে কেউ৷ বিশেষজ্ঞ কমিটির ব্যাখ্যা, গবেষণায় দেখা গিয়েছে ১২ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলে শরীরে যে কার্যকরিতা তৈরি হয়, ৮ সপ্তাহেও সেই কার্যকরিতাই পাওয়া যাবে৷ সেই কারণেই টিকার দু'টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা হল৷ বিষয়টি সম্পর্কে অবগত এক আধিকারিককে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷
advertisement
advertisement
কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে, দেশে এমন মানুষের সংখ্যা এখনও ছয় থেকে সাত কোটি৷ দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমায় এই ছয় থেেক সাত কোটি মানুষের টিকাকরণ কর্মসূচিও দ্রুত সম্পন্ন করা যাবে৷ যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার নতুন করে বাড়ছে, তাতে টিকাকরণ কর্মসূচি দ্রুত সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
তবে কোভিশিল্ডের ক্ষেত্রে নিয়ম বদল হলেও কোভ্যাক্সিনের ক্ষেত্রে নিয়ম একই থাকছে৷ বর্তমান নিয়ম অনুযায়ী, কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covishield Vaccine Second Dose: কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ নেওয়ার নিয়মে বড় বদল! অনেকটা কমল অপেক্ষা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement