Covid- 19: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা! ভারতে আক্রান্ত ২৫৭! তড়িঘড়ি বৈঠকে কেন্দ্র, কী সিদ্ধান্ত নেওয়া হল?

Last Updated:

প্রসঙ্গত, হংকং মে মাসের ১০ তারিখের মধ্যে ১,০৪২ টি কেস সামনে এসেছে। আগের সপ্তাহে যেখানে কেসের সংখ্যা ছিল ৯৭২। হংকং সরকারের মতে, মার্চের শুরু থেকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।আরও বড় উদ্বেগ হল ক্রমাগত বাড়তে থাকা পজিটিভিটি রেট। মার্চে ০.৩১ শতাংশ, এপ্রিলে তা বেড়েছে ৫.০৯ শতাংশে এবং মে মাসে ১৩.৬৬ শতাংশে পৌঁছেছে। হংকং-এ প্রায় ৫০টি গুরুতর কোভিড-১৯ কেস সামনে এসেছে।

ফের ভয় ধরাচ্ছে করোনা। বৈঠকে কেন্দ্র
ফের ভয় ধরাচ্ছে করোনা। বৈঠকে কেন্দ্র
নয়াদিল্লি: গোটা বিশ্বেই ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। গত সপ্তাহ থেকেই সিঙ্গাপুর, হংকংয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই আবহেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে
বসলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইমারজেন্সি মেডিক্যাল রিলিফ ডিভিশন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মেডিক্যাল রিসার্চের বিভিন্ন আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে জানানো হয়েছে, যেহেতু ভারতে মাত্র ২৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এখনই ভয় পাওয়ার কিছু নেই। আপাতত সমগ্র বিষয়টির উপর নজর রাখছে কেন্দ্র।
advertisement
advertisement
প্রসঙ্গত, হংকং মে মাসের ১০ তারিখের মধ্যে ১,০৪২ টি কেস সামনে এসেছে। আগের সপ্তাহে যেখানে কেসের সংখ্যা ছিল ৯৭২। হংকং সরকারের মতে, মার্চের শুরু থেকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।আরও বড় উদ্বেগ হল ক্রমাগত বাড়তে থাকা পজিটিভিটি রেট। মার্চে ০.৩১ শতাংশ, এপ্রিলে তা বেড়েছে ৫.০৯ শতাংশে এবং মে মাসে ১৩.৬৬ শতাংশে পৌঁছেছে। হংকং-এ প্রায় ৫০টি গুরুতর কোভিড-১৯ কেস সামনে এসেছে। সিঙ্গাপুরে দৈনিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০২ থেকে বেড়ে ১৩৩ হয়েছে। থাইল্যান্ডেও সাম্প্রতিক ছুটির মরসুমের পরে কোভিড কেস যথেষ্ট বেড়েছে। দেশে এ বছরে এখনও পর্যন্ত ৭১,০৬৭টি সংক্রমণের কেস সামনে এসেছে। আছে ১৯টি মৃত্যুর ঘটনাও।
advertisement
সিঙ্গাপুরে কোভিড-১৯ কেসের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে LF.7 এবং NB.1.8, উভয়ই JN.1 ভ্যারিয়েন্টের বংশধর যা নতুন কোভিড-১৯ ভ্যাকসিনে ব্যবহৃত হয়, দেশে প্রচলিত ছিল।
দৈনিক হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ১০২ থেকে ১৩৩-এ বেড়েছে, কিন্তু দৈনিক ICU ভর্তি সামান্য কমে ৩ থেকে ২ হয়েছে। চিনে কোভিড-১৯ কেস আবার বাড়ছে, যা গত বছরের ভাইরাল তরঙ্গের সময় দেখা শীর্ষ স্তরের কাছাকাছি পৌঁছেছে। চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে পরীক্ষার পজিটিভিটি রেট দ্বিগুণেরও বেশি হয়েছে।
advertisement
হংকং-এ কোভিড-১৯ কেসের বৃদ্ধি দেখা যাচ্ছে, চার সপ্তাহ আগে ৬.২১% নমুনা পজিটিভ ছিল, যা মে ১০ তারিখে সপ্তাহে ১৩.৬৬% হয়েছে। হংকং ৮১টি গুরুতর কেস রিপোর্ট করেছে, যার মধ্যে ৩০টি মৃত্যু হয়েছে, প্রায় সবই বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid- 19: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা! ভারতে আক্রান্ত ২৫৭! তড়িঘড়ি বৈঠকে কেন্দ্র, কী সিদ্ধান্ত নেওয়া হল?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement