Covid-19 Update: পাঁচদিনেই দ্বিগুণ করোনা... ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু! ভারতে করোনা আক্রান্ত পৌঁছল ২৭০০
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুধুমাত্র কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন ১,১৪৭ জন৷ তারপরেই মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৪২৪ জন৷ দিল্লিতে সংখ্যাটা ২৯৪৷ গুজরাতে ২২৩৷
নয়াদিল্লি: এক ধাক্কায় দেশে অনেকটা বেড়ে গেল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা৷ শেষ পাওয়ার খবর অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২,৭১০-এ৷ সবচয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্তের খবর এসেছে কেরলা থেকে৷ সংক্রমণ ছড়ানোর শুরু থেকে একধাক্কায় প্রায় ৫ গুণ বেড়ে গত ২৫ মে-ই কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০০০৷ তারপর পাঁচদিন কাটতে না কাটতে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের৷ এই নিয়ে মোট মৃতের সংখ্যা হল ৩০৷ এই পরিস্থিতিতে ফের ভারতজুড়ে করোনা ওয়েভের আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা৷
শুধুমাত্র কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন ১,১৪৭ জন৷ তারপরেই মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৪২৪ জন৷ দিল্লিতে সংখ্যাটা ২৯৪৷ গুজরাতে ২২৩৷
advertisement
advertisement
মুম্বইয়ে সর্বাধিক নতুন করে COVID-19 আক্রান্ত ৩২জন৷ তারপর পুণে ১৯ এবং ঠাণে ১৪। বর্তমানে, মহারাষ্ট্রে ৪৬৭টি সক্রিয় COVID-19 কেস রয়েছে, যার মধ্যে শুধু মুম্বইয়ে ৪১১।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
May 31, 2025 12:19 PM IST