কোভিড ১৯ আক্রান্ত রোগীরা বিপদে ফেলছে পরিবারের অন্য সদস্যদেরও ,বলছে সমীক্ষা!
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
এত দিন পর্যন্ত বলা হচ্ছিল যে একেবারে শিশু বা স্কুলপড়ুয়ারা না কি সুপার স্প্রেডার!
#নয়াদিল্লি: এত দিন পর্যন্ত বলা হচ্ছিল যে একেবারে শিশু বা স্কুলপড়ুয়ারা না কি সুপার স্প্রেডার! অর্থাৎ যেহেতু তারা স্কুলে যাচ্ছে, একজনের থেকে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে গোটা ক্লাসের। এর পর তারা বাড়ি ফিরলে তাদের থেকে সংক্রমিত হবে পরিবারের বাকি সদস্যরা- সেই জন্যই খুব দ্রুত রোগ ছড়িয়ে দেওয়ার তকমাটা এসে বসেছিল স্কুলপড়ুয়াদের খাতে!
যদিও যুক্তরাষ্টের সরকারের দ্বারা সম্প্রতি একটি সমীক্ষা পরিচালিত হওয়ার পর তার যে সমীক্ষাপত্র সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে প্রকাশিত হয়েছে, তা কিন্তু এ বার আঙুল তুলছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের দিকে। জানাচ্ছে যে কোনও পরিবারে যদি একজন সদস্যও কোভিড ১৯-এ আক্রান্ত হন, তা হলে তাঁর থেকে পরিবারের অন্তত অর্ধেকেরও বেশি সদস্য সংক্রমিত হয়ে পড়ছেন!
advertisement
জানা গিয়েছে যে ১৪ দিন ধরে এই সমীক্ষা করা হয়েছিল ন্যাশভিল, টেনেসি এবং মার্শফিল্ডের ১৯১টি পরিবারকে নিয়ে। এই পরিবারগুলিতে মোট ১০১ জন করোনায় আক্রান্ত রোগীকে সমীক্ষার শুরুতে চিহ্নিত করা হয়েছিল। পরিবারের বাকি সদস্যদের নিয়মিত শারীরিক অবস্থার এক ধারাবিবরণী রাখতে বলা হয়েছিল। তা থেকে দেখা গিয়েছে যে প্রথম যখন এই সব পরিবারে করোনারোগীর অস্তিত্ব ধরা পড়ল, তখন অন্য সদস্যরা সংক্রমিত হননি। কিন্তু এর ঠিক পরের ধাপে সংক্রমণের সংখ্যা বেড়ে গিয়েছে ৫৩ শতাংশ!
advertisement
advertisement
সমীক্ষায় এটাও দেখা গিয়েছে যে সব পরিবারে প্রথম চিহ্নিত করোনারোগীর বয়স ১৮ বছরের উপরে, তাঁদের থেকে অন্যদের সংক্রমণের হার ৫৭ শতাংশ। অন্য দিকে, যে সব পরিবারে প্রথম চিহ্নিত করোনারোগীর বয়স ১৮ বছরের নিচে, তাঁদের থেকে অন্যরা সংক্রমিত হয়েছেন ৪৩ শতাংশ হারে! যদিও বয়স কম হলে সংক্রমণের হার কেন কম হচ্ছে, তা এখনও বুঝে উঠতে পারেননি সমীক্ষকরা!
advertisement
তবে এটুকু বুঝে নিতে অসুবিধে নেই যে প্রথম চিহ্নিত করোনারোগীর সঙ্গে একই বাড়িতে অন্যরা থাকছেন বলে তাঁরাও সংক্রমিত হচ্ছেন! এই জায়গায় এসে সমীক্ষা যতই বিদেশের হোক না কেন তা আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। কেন না, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে অনেক পরিবারেই সদস্যদের জন্য আলাদা ঘর থাকে না!
তা হলে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2020 5:15 PM IST