COVID-19 New Variant India: ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল...

Last Updated:

COVID-19 New Variant India: COVID-19 New Variant India: ভারতে ফের ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন আক্রান্ত হয়েছেন এবং সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে ৭৪০০-তে। মহারাষ্ট্র ও কেরালায় মৃত্যু হয়েছে বেশি, যার অধিকাংশই ৫০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক...

ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল...
ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল...
নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস আবারও নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে ফিরে এসেছে। দেশে সংক্রমণের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে শুক্রবার নতুন সংক্রমণের সংখ্যায় সামান্য কমতি দেখা গিয়েছিল, সেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৬৯টি নতুন কেস সামনে এসেছে। একদিনে এত বেশি সংক্রমণ রিপোর্ট হওয়ায় উদ্বেগ বেড়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সারা দেশে করোনা ভাইরাসের অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে ৭৪০০-তে পৌঁছেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে ২৬৯টি নতুন সংক্রমণ সামনে এসেছে। শুক্রবার দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ৭১৩১। নতুন কেস সামনে আসার পর, বর্তমানে দেশে মোট অ্যাকটিভ কেস ৭৪০০ হয়েছে।
advertisement
advertisement
একই সময়ে, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৪ জন, কেরালায় ৩ জন, রাজস্থান ও তামিলনাড়ুতে একজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে একটি সাধারণ দিক হল, তারা সকলেই প্রবীণ—৫০ বছরের বেশি বয়সের ছিলেন। কেরালায় মৃত তিনজন পুরুষের বয়স ছিল যথাক্রমে ৮৩, ৬৭ ও ৬১ বছর। মহারাষ্ট্রে, ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগী এবং ৮৫ বছর বয়সী কিডনিরোগে আক্রান্ত এক বৃদ্ধ মারা গেছেন। এ ছাড়া, ৫৫ ও ৩৪ বছর বয়সের আরও দুইজন সংক্রমিত হয়েছিলেন এবং তাদেরও মৃত্যু হয়েছে।
advertisement
রাজস্থানে, ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও তামিলনাড়ুতে একাধিক রোগে ভোগা ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তবে, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট এখনো তিনটি রাজ্য—অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরামে ছড়ায়নি। তবে ভারতের প্রায় সমস্ত রাজ্যেই এই নতুন স্ট্রেন পা ফেলেছে। সবচেয়ে বেশি কেস কেরালায়, যেখানে প্রায় ২০০০-এর বেশি সংক্রমণ হয়েছে। এরপর গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র রয়েছে সংক্রমণের তালিকায়।
বাংলা খবর/ খবর/দেশ/
COVID-19 New Variant India: ভারতে ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট, ২৪ ঘণ্টায় ২৬৯ সংক্রমিত, কেরালা ও মহারাষ্ট্রে মৃত্যুর মিছিল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement