Covaxin Cleared for 6-12 Age Group: ৬ থেকে ১২ বছরের শিশুদের এবার দেওয়া যাবে কোভিডের কোভ্যাক্সিন টিকা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covaxin For Kids For 6-12 Age Group: ভারতে ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা ব্যবহার করা যাবে।
#নয়াদিল্লি: ভারতে ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা ব্যবহার করা যাবে। স্কুল পড়ুয়াদের কোভিড সংক্রমণের বৃদ্ধি ঘটায় মঙ্গলবার এই বয়সীদের শরীরে কোভ্যাক্সিনের সীমাবদ্ধ ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)। DCGI ভ্যাকসিন প্রস্তুতকারকএই সংস্থাকে প্রথম দুই মাসের জন্য প্রতি ১৫ দিন অন্তর যথাযথ বিশ্লেষণ সহ ভ্যাক্সিনের প্রতিকূল ঘটনার পাশাপাশি এর কার্যকারিতার তথ্যও জমা দিতে বলেছে। দুই মাস পরে, ভারত বায়োটেককে ৫ মাসের মাসিক তথ্য জমা দিতে বলা হয়েছে।
২০২১ সালের ২৪ ডিসেম্বর DCGI ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Covaxin-এর জরুরি ব্যবহারের তালিকা মঞ্জুর করেছিল। বর্তমানে তা দেওয়া হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের। DCGI ৫-১২ বছর বয়সী শিশুদের জন্য Corbevax-কেও জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। Corbevax বর্তমানে ১২-১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন ZycovD ১২ বছরের বেশি বয়সী শিশুদের দু’টি ডোজের জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে এই বছরের ৩ জানুয়ারি থেকে। গত মাসে ১২ বছরের বেশি বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয় টিকাকরণ অভিযানে।
advertisement
ভারতে ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের এবং ৬০ বছর বা তার বেশি বয়সের কমোর্বিডিটিতে আক্রান্তদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে৷ ১০ এপ্রিল থেকে বেসরকারি টিকা কেন্দ্রে ১৮ বছরের বেশি বয়সী সকলের জন্য COVID-19 টিকার বুস্টার ডোজ অনুমোদিত হয়৷
ভারত গত বছরের ১ এপ্রিল ৪৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকাকরণ অভিযান শুরু করে। তারপরে গত বছরের মে মাস থেকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেককে টিকা দেওয়ার অনুমতি দিয়ে টিকাকরণ অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 1:32 PM IST
