‘সবচেয়ে অনুপযুক্ত সেলফি’ তুলে সমালোচিত যুগল

Last Updated:

থার্টি ফার্স্ট নাইটে যখন সারা বিশ্ব বর্ষবরণে মেতে, তখন ভয়াবহ আগুন লাগে বুর্জ খলিফা সংলগ্ন ৬৩ তলা ‘দ্য অ্যাড্রেস ডাউনটাউন’ হোটেলে৷ ঘটনায় স্বভাবতই যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ কিন্তু এত কিছুর মধ্যেও কোনও হেলদোল ছিল না একটি ‘কাপল’-এর ৷ কারণ দাউ দাউ করে জ্বলতে থাকা হোটেলকে ব্যাকগ্রাউন্ডে রেখেই হাসিমুখে সেলফি তোলেন তাঁরা ৷

#দুবাই:  থার্টি ফার্স্ট নাইটে যখন সারা বিশ্ব বর্ষবরণে মেতে, তখন ভয়াবহ আগুন লাগে বুর্জ খলিফা সংলগ্ন ৬৩ তলা ‘দ্য অ্যাড্রেস ডাউনটাউন’ হোটেলে৷ ঘটনায় স্বভাবতই যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ কিন্তু এত কিছুর মধ্যেও কোনও হেলদোল ছিল না একটি ‘কাপল’-এর ৷ কারণ দাউ দাউ করে জ্বলতে থাকা হোটেলকে ব্যাকগ্রাউন্ডে রেখেই হাসিমুখে সেলফি তোলেন তাঁরা ৷ আর শুধু ছবি তোলাই নয়, সেটাকে ইনস্টাগ্রামে পোস্টও করে ছেলেটি ৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে এখন সমালোচনার মুখে পড়েছেন তাঁরা ৷
selfie
শখ করে তোলা এই সেলফিকে এখন ‘সবচেয়ে অনুপযুক্ত সেলফি’-র তকমা দেওয়া হয়েছে ৷ ছবির ক্যাপশন দেখেও যথেষ্ট বিরক্ত এখন প্রত্যেকেই ৷ সেখানে লেখা রয়েছে, ‘ নিউ ইয়ার আমার দুবাইকে ৷ ঈশ্বর তোমায় রক্ষা করুন ৷ তুমি সবসময় আমাদের সারপ্রাইজ দাও ৷ সঙ্গে ফুলঝুড়িও ফোটাও ৷’
advertisement
advertisement
2FB6091D00000578-0-The_fire_took_hold_of_the_five_star_Address_Downtown_in_the_hear-a-48_1451650949593
বাংলা খবর/ খবর/দেশ/
‘সবচেয়ে অনুপযুক্ত সেলফি’ তুলে সমালোচিত যুগল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement