Couple Missing in Meghalaya: কারা খুন করেছে জানেন? সন্দেহের তালিকায় কোন কোন ব্যক্তি...মেঘালয়ে কাণ্ডে শোনা যাচ্ছে অদ্ভুত সব কথা, আগেও নাকি ঘটেছে এমন ঘটনা

Last Updated:

বুধবার সোহরা অঞ্চলের মওকমা রোডের কাছে রক্তের দাগ ওয়ালা একটি রেইনকোট উদ্ধার করা হয়েছে৷ এটি সম্ভবত নিখোঁজ পর্যটক তথা রাজার স্ত্রী সোনম রঘুবংশীর বলে মনে করা হচ্ছে৷ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রেনকোটটি।

News18
News18
মেঘালয়: বিয়ের পরে হানিমুনে শখ করে মেঘালয় গিয়েছিলেন মধ্যপ্রদেশের এক নব দম্পতি৷ ২৩ মে থেকে হয়ে গেলেন নিখোঁজ৷ তারপর ১১ দিন ধরে টানা খানা তল্লাশির পরে ঝরনার পাশের এক খাদের ধার থেকে উদ্ধার হল ছেলেটির কাটারি দিয়ে কোপানো দেহ৷ মেয়েটি গায়েব৷ গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে নিহত রাজা রঘুবংশীর পরিবার৷ একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁর ভাই বিপিন রঘুবংশী৷
বিপিনের দাবি, তাঁর দাদা বৌদি যেখান থেকে স্কুটার ভাড়া নিয়েছিল, যে হোম স্টে-তে ছিল তাঁরা তাঁদের সব গতিবিধিই জানত৷ এমনকি, লোকাল একজন গাইডও নিয়েছিলেন ওঁরা৷ শেষবার নিখোঁজ হওয়ার আগে একটি ছোট কফির দোকানে দোকানদার মহিলাটির সঙ্গে ওদের বেশ তর্কাতর্কিও হয়৷
এই গোটা ঘটনার পিছনে এই স্থানীয়দের কোনও ভূমিকা নিশ্চই রয়েছে বলে বদ্ধমূল ধারণা রাজার ভাই বিপিনের৷ তাঁর দাবি, ওই এলাকার সব খাঁজখোঁজ, খাদ, জঙ্গল স্থানীয়দের চেনা৷ ওরা ইচ্ছে করেই তল্লাশি অভিযানের সময় বিভ্রান্ত করেছিল৷
advertisement
advertisement
এখানেই শেষ নয়৷ এলাকায় নাকি একটি গ্যাং কাজ করে৷ তারা বাইরে থেকে আসা পুরুষদের মেরে ফেলে মেয়েদের অপহরণ করে নিয়ে যায়৷ এর আগের মাসেও ওই এলাকায় এক মহিলা গায়েব হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন বিপিন৷
advertisement
বিপিনের দাবি, যারা তাঁর দাদাকে খুন করেছে, তারা তাঁর বৌদিকে অপহরণ করে নিয়ে গেছে৷ বৌদিকে ভালভাবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷
বুধবার সোহরা অঞ্চলের মওকমা রোডের কাছে রক্তের দাগ ওয়ালা একটি রেইনকোট উদ্ধার করা হয়েছে৷ এটি সম্ভবত নিখোঁজ পর্যটক তথা রাজার স্ত্রী সোনম রঘুবংশীর বলে মনে করা হচ্ছে৷ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রেনকোটটি।
advertisement
ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিয়েম বলেন, ‘‘আমরা একটা ভেজা রেইনকোট উদ্ধার করেছি। এতে কিছু দাগ আছে৷ তবে, আমরা নিশ্চিত করতে পারছি না যে এই দাগগুলো রক্তেরই কি না। একমাত্র ফরেন্সিক পরীক্ষার মাধ্যমেই তা বোঝা সম্ভব৷’’ যদিও বিবেক সিয়েম জানিয়েছিলেন, তাঁর মনে হয় না ঘটনার সাথে চা-য়ের দোকানের ওই বচসা বা স্থানীয়রা কোনও ভাবে জড়িত৷
advertisement
উদ্ধার হওয়া রেইনকোটটি XXXL সাইজের৷ ঘটনার দিন ও আগের দিন থাকা ভিডিও ফুটেজের সঙ্গে তুলনা করে দেখা হচ্ছে সেটি সোনম রঘুবংশীর কি না। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিজ্যুয়াল ম্যাচিং এবং ফরেনসিক বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হতে হবে৷ তাতে সময় লাগবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Couple Missing in Meghalaya: কারা খুন করেছে জানেন? সন্দেহের তালিকায় কোন কোন ব্যক্তি...মেঘালয়ে কাণ্ডে শোনা যাচ্ছে অদ্ভুত সব কথা, আগেও নাকি ঘটেছে এমন ঘটনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement