#পটনা: লোকসভা নির্বাচনের আগে রীতিমতো আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল টিক-টক অ্যাপ ৷ যাতে ভোট প্রচারে কোনওরকম প্রভাব না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তবে নিষিদ্ধ হওয়ার আগে রোজই ইন্টারনেটে ঝড় উঠত নানা লোকের নানা টিকটক ভিডিওতে ৷ এই যেমন দেখুন, বিহারের এক দম্পতি টিকটকে কাজল ও শাহরুখের গানে নেচে রীতিমতো হাসির খোরাক হলেন ইন্টারনেট জুড়ে ৷ প্রতি ঘণ্টায় হাজার হাজার শেয়ার হচ্ছে সেই ভিডিও ৷
ভিডিওতে দেখা গিয়েছে, শার্টের বোতাম খুলে শাহরুখ সেজেছেন এক ব্যক্তি ৷ পাশে রীতিমতো মাথায় ঘোমটা দিয়ে কাজল সেজেছেন তাঁর স্ত্রী ৷ ব্যাক গ্রাউন্ডে শুরু বাজিগরের টাইটেল সং ৷ স্ত্রীকে জোড়িয়ে ধরে সেকী নাচ ভদ্রলোকের ৷
ইতিমধ্যেই এই দম্পতি টিকটক ভিডিও ঝড়ের মতো শেয়ার হচ্ছে ৷ ট্রোলও করেছন নেটিজেনরা ৷
দেখুন সেই ভিডিও----
Next #WorldofDance champion. Such gems you can find only on #tiktokindia pic.twitter.com/rMtv9vDPvX
— Rachit Sharma (@BeingRachitS) May 9, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baazigar, Bollywood, Kajol, Mobile app, Shahrukh Khan, Tik Talk video