#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রচার উপলক্ষ্যে নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে নামের আগে চৌকিদার শব্দটি যোগ করে ফেলেছেন নরেন্দ্র মোদি সহ শীর্ষ বিজেপি নেতারা। দুর্নীতির বিরুদ্ধে কড়া নজরদারী রাখেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই চৌকিদার-এহেন বার্তা দিয়েই প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। তবে এই প্রচারের বিরুদ্ধে চুপ নেই বিরোধীরাও । অখিলেশ যাদবের পর এবার অভিনব পদ্ধতিতে এই প্রচারাভিযানের কটাক্ষ করলেন হার্দিক পটেল ।
সপা প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন এই চৌকিদার শব্দটি যোগ করে শ্রমজীবি মানুষদের অবমাননা করেছে বিজেপি। দেশের কর্মসংস্থান তলানিতে ও সেই প্রসঙ্গে নজর টানতে এবার ট্যুইটারে নিজের নামের পাশে 'বেরোজগার' অর্থাৎ কর্মহীন শব্দটি যোগ করেছেন হার্দিক। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Patel, Lok Sabha elections 2019, MainBhiChowkidar, হার্দিক পটেল