#নয়াদিল্লি: আট বছরের মেয়েকে ধর্ষণ-খুনের পর গোটা পরিবারকেই শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ করল কাঠুয়ায় নিহত মেয়েটির পরিবার। ভয়ে সিঁটিয়ে থাকা পরিবারটি ইতিমধ্যেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।
মেয়েটির বাবা এদিন প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, মেয়ের খুনিদের সমর্থনে নেমেছেন রাজ্যে বিজেপির দুই মন্ত্রী। কিন্তু তিনি চুপ। এনিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে বিঁধেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। কাঠুয়ার গণধর্ষণ-খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামিকাল শ্রীনগরে দলের জরুরি বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বিজেপির দুই মন্ত্রী ধর্ষকদের সমর্থনে কথা বলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চরম বার্তাই পাঠাতে চাইছেন মুফতি। এমনকি পিডিপ-বিজেপি জোট নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঠুয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধি। তিনি জানিয়েছেন, শিশুদের ধর্ষণে দোষীদের ফাঁসি দিতে পকসো আইনে সংশোধনী আনতে চান। এনিয়ে ক্যাবিনেটে নোট পাঠাবেন।কাঠুয়ায় নির্যাতিতা বালিকার ছবি দেখানোয় এদিন স্বতঃপ্রণোদিতভাবে ক্ষোভ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kathua Rape