দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছড়াল, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ৪৯ হাজার

Last Updated:

এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১ জন।

#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আনলকের দ্বিতীয় পর্বে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছড়াল।
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮,৯১৬ জন। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭৫৭ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১,৩৫৮। বিশ্বে মৃত্যুর নিরিখে ৬ নম্বর স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১ জন। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে রয়েছে ভারত।
advertisement
advertisement
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ১১৭ আর মৃত্যু হয়েছে ১৩,১৩২ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৬১৫ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৭৪৯ আর মৃত্যু হয়েছে ৩,৩২০ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ১ লক্ষ ২৮ হাজার ৩৮৯ জন। মৃত্যু হয়েছে ৩,৭৭৭ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫,৮৭০ আর মৃত্যু হয়েছে ১,৭২৪ জনের।
advertisement
অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৮০,৮৫৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ৯৩৩ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৬০,৭৭১ জন । মৃত্যু হয়েছে ১,৩৪৮ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৯৭৩, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৯০। গুজরাতে আক্রান্তের সংখ্যা ৫৩,৫৪৫ আর মৃত্যু হয়েছে ২ হাজার ২৭৮ জনের। তেলেঙ্গানায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২,৪৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৫৫ জনের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছড়াল, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ৪৯ হাজার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement