Coronavirus update: বেলাগাম করোনা! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত প্রায় ৯০ হাজার, মৃত্যু ৭১৪ জনের

Last Updated:

উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

#নয়াদিল্লি: ফের দেশে করোনার দাপাদাপি বাড়ছে। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯,১২৯ জন। ২০২১ এ দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জন।
করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১৪ জনের। যা মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ১১০ জনের। দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হয়েছেন ১,১৫,৬৯,২৪১ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৫৮ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৪৬ হাজার ৬০৫। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ কোটি ৬৯ লক্ষ ৫৯ হাজার ১৯২। দেশে সুস্থতার হার ৯৩.৪ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ৭ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ২৯৫ জনের।
advertisement
advertisement
দেশের মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, পঞ্জাব এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ০৪ হাজার ০৭৬ আর মৃত্যু হয়েছে ৫৫,৩৭৯ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭,৯১৩ জন আর মৃত্যু হয়েছে ৪৮১ জনের। মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে রাত্রিকালীন কার্ফু। কেরলে আক্রান্ত ১১ লক্ষ ২৯ হাজার ৮৯০ জন। মৃত্যু হয়েছে ৪,৬৪৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২,৫০৮ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ২২৯ হাজার ২৩ আর মৃত্যু হয়েছে ১২,৫৯১ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৯ লক্ষ ৮ হাজার ৫৪৮ জন। মৃত্যু হয়েছে ৭,২২৫ জনের।
advertisement
তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮৬ হাজার ৬৭৩ আর মৃত্যু হয়েছে ১২,৭১৯ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৬ লক্ষ ৬৮ হাজার ৮১৪ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,০৫০ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৬ লক্ষ ২২ হাজার ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৮,৮৩৬ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৫,৮৯,৯২২ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৩৩৫। গত ২৪ ঘণ্টায় পঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৭৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,৪৫,৭৬৮ আর মৃত্যু হয়েছে ৬,৯৮৩ জনের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus update: বেলাগাম করোনা! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত প্রায় ৯০ হাজার, মৃত্যু ৭১৪ জনের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement