corona virus btn
corona virus btn
Loading

ছাপিয়ে গেল সব রেকর্ড, একদিনে দেশে করোনা আক্রান্ত ৬,৯৭৭, মৃত আরও ১৫৪

ছাপিয়ে গেল সব রেকর্ড, একদিনে দেশে করোনা আক্রান্ত ৬,৯৭৭, মৃত আরও ১৫৪
দু'মাস কড়া লকডাউনের মধ্যে থাকলেও অর্থনীতিকে সচল করতে ধীরে ধীরে কিছু ছাড় দেওয়া শুরু হয়েছে৷ ফলে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন৷ আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা৷ PHOTO- FILE

বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত ১০ নম্বরে রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন

  • Share this:

#নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬,৯৭৭ জন। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত ১০ নম্বরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৫৪ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০২১। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭২০।

দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ২৩১ আর মৃত্যু হয়েছে ১,৬৩৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪২ জন। আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ১৬,২৭৭ আর মৃত্যু হয়েছে ১১১ জনের। এর পরেই রয়েছে গুজরাত, এ রাজ্যে আক্রান্ত ১৪ হাজার ৫৬ জন। আর মৃত্যু হয়েছে ৮৫৬ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৩,৪১৮ আর মৃত্যু হয়েছে ২৬১ জনের।

রাজস্থানে সংক্রমিত হয়েছেন ৭,০২৮ জন। মৃত্যু হয়েছে ১৬৩ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৬,৬৬৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ২৯০ জনের। উত্তরপ্রদেশে ৬,২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬১ জনের। ২৪ মে পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৫৯ জন। এর মধ্যে সক্রিয়.আক্রান্ত ২,০৫৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১, ৩৩৯ জন। এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা ২০০ জন।

Published by: Ananya Chakraborty
First published: May 25, 2020, 10:35 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर