Coronavirus Update: দৈনিক সংক্রমণে ফের রেকর্ড করোনার, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১.৬৮ লক্ষ

Last Updated:

মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ভারত

#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ১ লক্ষ ছাড়াল ৷ এই নিয়ে পরপর ৬ দিন ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷
গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। যা মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জনের। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,২১,৫৬,৫২৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ১ হাজার ৯ জন। দেশে সুস্থতার হার ৮৯.৯ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১০ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার ৫৬৫ জনের।
advertisement
advertisement
দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৭ হাজার ২৪৫ আর মৃত্যু হয়েছে ৫৭,৯৮৭ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩,২৯৪ জন আর মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে রাত্রিকালীন কার্ফু। কেরলে আক্রান্ত ১১ লক্ষ ৬৭ হাজার ১৯০ জন। মৃত্যু হয়েছে ৪,৭৮৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬,৯৮৬ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৬৫ হাজার ২৯০ আর মৃত্যু হয়েছে ১২,৮৮৯ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৯ লক্ষ ২৫ হাজার ৪০১ জন। মৃত্যু হয়েছে ৭,৩০০ জনের।
advertisement
তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ৪৩৪ আর মৃত্যু হয়েছে ১২,৯০৮ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৭ লক্ষ ২৫ হাজার ১৯৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,২৮৩ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৬ লক্ষ ৯২ হাজার ১৫ জন। মৃত্যু হয়েছে ৯,১৫২ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৬,১৪,৮৯৬ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪০০। গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড় করোনা আক্রান্তের সংখ্যা ১০,৫২১ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪,৪৩,২৯৭ আর মৃত্যু হয়েছে ৪,৮৯৯ জনের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Update: দৈনিক সংক্রমণে ফের রেকর্ড করোনার, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১.৬৮ লক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement