#নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা-কাঁপুনি। গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজারের বেশি ৷ ১৫৯ দেশে ২ লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্ত। গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮২ হাজার জন মানুষ ৷ চিনের সংখ্যাটা হল ৮২ হাজার ৭ জন আর অন্যদিকে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫০৩ এবং আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০০ মতো ৷আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷ গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৪৮ জন ৷ এর মধ্যে ১২৩ জন ভারতীয় ২৫ জন বিদেশি। গতকাল মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে এই ব্যক্তির ৷ এর ফলে মৃতের সংখ্যা এখন ৩। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিলেছেন ১৪ জন। মঙ্গলবার প্রথম করোনা ভাইরাস আক্রন্তের খোঁজ পাওয়া যায় কলকাতায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus OutBreak, Noida