হোম /খবর /দেশ /
গত ৫৪ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও

Coronavirus in India: গত ৫৪ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও

COVID-19: গত ৫৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হলেও কমছে দৈনিক করোনা সংক্রমণ। বেশ কিছু দিন ধরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। যা খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে গবেষকদের। দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নামল ১.৫ লক্ষের নিচে। দেশের বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গিয়েছে, যার প্রভাবে দেশের সক্রিয় করোনা কেসও খানিকটা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন। গত ৫৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।

গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। যা ভারতে উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৭৯৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনের। আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে রেকর্ড গড়েছে ভারত। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লক্ষ ৪৭ হাজার ৬২৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। দেশে সুস্থতার হার ৯২.১ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জনের।

দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৪৬ হাজার ৮৯২ আর মৃত্যু হয়েছে ৯৫,৩৪৪ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,০৭৭ জন আর মৃত্যু হয়েছে ৫০০ জনের। কেরলে আক্রান্ত ২৫ লক্ষ ২৬ হাজার ৫৭৯ জন। মৃত্যু হয়েছে ৮,৮১৫ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২,৩০০ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৪ হাজার ৪৩১ জন আর মৃত্যু হয়েছে ২৯,০৯০ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬,৬০৪ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৬ হাজার ৫১৬ জন আর মৃত্যু হয়েছে ২৪,২৩২ জনের।

উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬ লক্ষ ৯১ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ২০,৪৯৭ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৬ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ১০,৯৩০ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ২৬ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছে ২৪,২৩৭ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৫৪১। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৭১,৪৬৩ আর মৃত্যু হয়েছে ১৩,০৪৮ জনের।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coronavirus, COVID-19, Death Toll, India