Coronavirus| করোনা! ভারতে ১০০ ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত, কেরলকে ছাপিয়ে প্রথমে মহারাষ্ট্র

Last Updated:

ইতিমধ্যেই করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র৷ সব সীমান্ত সিল করে দিয়েছে৷ রবিবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কর্তারপুর করিডোর৷

#মুম্বই: ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! দেশে আজ অর্থাত্‍ সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ১১০৷ এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে৷ করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র ছাপিয়ে গেল কেরলকে৷ এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রেই৷ এরই মধ্যে আশঙ্কার খবর হল, মহারাষ্ট্রে ককরোনা সন্দেহে আইসোলেশনে থাকা ১১ জন পালিয়ে গিয়েছেন৷ ইতালি ও ইরানে ৪৫০ জন ভারতীয় আটকে রয়েছেন৷ চিনের পরে বিশ্বে সবচেয়ে বেশি করোনা কবলিত দেশ ইতালি ও ইরান৷
ইতিমধ্যেই করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র৷ সব সীমান্ত সিল করে দিয়েছে৷ রবিবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কর্তারপুর করিডোর৷ ভারত-বাংলাদেশ, ভারত-নেপাল, ভারত-ভুটান ও ভারত-মায়ানমার সীমান্তে যাতায়াত রবিবার রাত ১২টায় বন্ধ করে দিল ভারত৷
করোনা ঠেকাতে SAARC সদস্যভুক্ত দেশগুলি রবিবার বৈঠক করে৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাব দেন, COVID-19 মোকাবিলায় একটি তহবিল তৈরি করা হোক৷ সেই তহবিলে ১ কোটি মার্কিন ডলার থাকবে প্রথামিক ভাবে৷ SAARC সদস্য দেশগুলি একযোগে করোনা মোকাবিলায় সহমত হয়েছে৷ ভিডিও কনফারেন্স বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, মলদ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ভুটানের প্রধান লোতায় শেরিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ সহায়ক জাফর মির্জা৷
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে ১১০ আক্রান্তের মধ্যে দিল্লি ও কর্নাটকে ২ জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে আরও ১২ জনের শরীরে মিলেছে করোনা৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩২৷ কেরলে ২২ ও উত্তরপ্রদেশে ১১৷ রাজস্থানে ২ জনের শরীরে মিলেছে করোনা৷ তেলঙ্গানায় ৩ জন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাবে ১ জন করে করোনা আক্রান্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus| করোনা! ভারতে ১০০ ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত, কেরলকে ছাপিয়ে প্রথমে মহারাষ্ট্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement